গ্রীন ডেলটা মিউচ্যুয়াল ফান্ডের মুনাফা বেড়েছে

- আপডেট: ০৬:০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১০৩১৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেলটা মিউচ্যুয়াল ফান্ড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকগুলোতে ফান্ডটির মুনাফা বেড়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত ফান্ডটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.০৮২৯ টাকা। গত বছর একই সময়ে ইউনিট প্রতি আয় হয়েছিল ০.০৫৯৫ টাকা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে ইউনিট প্রতি আয় হয়েছে ০.৪০৩৬ টাকা। গত বছরের একই সময়ে ০.৯৭৯৮ টাকা পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৯৭ পয়সা।
ঢাকা/টিএ