ঘন কুয়াশার সঙ্গে প্রচণ্ড শীত, উত্তরের জনজীবন বিপর্যস্ত

- আপডেট: ১০:৫৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
- / ১০৩৭৭ বার দেখা হয়েছে
হঠাৎ করেই কনকনে শীত উত্তরের জেলাগুলোয়। চরাঞ্চলে অনুভূত হচ্ছে হিম বাতাস। শীত আর কুয়াশায় বিপাকে পড়েছে এ অঞ্চলের শ্রমজীবী মানুষ। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রংপুর। যানবাহন চলছে হেড লাইট জ্বালিয়ে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকাল ৬টায় রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে এ মাসের মাঝামাঝি ১০ ডিগ্রির নীচে নেমে আসতে পারে।
দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
আরও পড়ুন: বায়ুদূষণের শীর্ষে ঢাকা
দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া চলিত মাসে এই জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছেন জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
এদিকে, যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জেও দমকা হওয়া, ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত।
ঢাকা/এসএম