চলতি অর্থবছর ৮ লাখ ২৭ হাজার করদাতা শনাক্ত: অর্থমন্ত্রী

- আপডেট: ০৬:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
- / ১০৪২৩ বার দেখা হয়েছে
চলতি ২০২২-২৩ অর্থবছরে দেশে ৮ লাখ ২৭ হাজার ৩৪৬ জন করদাতা শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চলতি অর্থবছরে করদাতা শনাক্তের লক্ষ্যমাত্রা ছিল ৯ লাখ ৬০ হাজার ৮১৭ জন।
আজ রোববার (২৫ জুন) জাতীয় সংসদে সংসদ সদস্য এম. আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন তিনি। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এমপি নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের ১৩ জুন পর্যন্ত আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৬৬ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
আরও পড়ুন: ১১ মাসে রেমিট্যান্স এসেছে ১৯৪৪ কোটি ডলার
এছাড়া সরকার দলীয় এমপি হাজি মো. সেলিমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে শেয়ারবাজার তথা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ৩৬৫টি।
ঢাকা/টিএ