০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

চলে গেলেন প্রবীণ অভিনেতা-পরিচালক মনোবালা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • / ১০৪৮৬ বার দেখা হয়েছে

প্রবীন তামিল অভিনেতা এবং পরিচালক-প্রযোজক মনোবালা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। লিভারের সমস্যার কারণে চেন্নাইয়ের একটি বেসরকারী হাসপাতালে দেহত্যাগ করেন এই অভিনেতা। তবে তার আকস্মিক মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, প্রবীণ এই অভিনেতা গত দুই সপ্তাহ ধরে লিভার সংক্রান্ত সমস্যার জন্য নিজ বাসভবনে চিকিৎসা নিচ্ছিলেন। এর আগে জানুয়ারিতে মনোবালা প্রায় পনের দিন ধরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা গেছে। জানুয়ারিতে তার হৃদযন্ত্রের অপারেশন করা হয়েছিল।

বুধবার (৩ মে) মনোবালা চেন্নাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চেন্নাইয়ের শালিগ্রামের এলভি প্রসাদ রোডে তাঁর বাসভবনে তাঁর মৃতদেহ রাখা হয়েছে। তার অন্ত্যেষ্টিক্রিয়া ও দাহ সংক্রান্ত বিস্তারিত আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে।

আরও পড়ুন: মুসলিম মেয়রকে হোয়াইট হাউসে ঢুকতে বাধা

৩৫ বছরেরও বেশি সময়ব্যাপী তার কর্মজীবনে তিনি ৯০০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি তার কমেডি টাইমিং এবং হাস্যরসের জন্য পরিচিত ছিলেন। সাম্প্রতিক সময়েও তিনি নিয়মিত অভিনয় করে গেছেন বিভিন্ন চলচ্চিত্রে।

মৃত্যুকালে স্ত্রী ঊষা ও পুত্র হরিশকে রেখে গেছেন মনোবালা। প্রবীণ এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে। একে একে শোক প্রকাশ করছেন রজনীকান্ত থেকে শুরু করে নামি দামি তারকা, পরিচালক ও প্রযোজকরা।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

চলে গেলেন প্রবীণ অভিনেতা-পরিচালক মনোবালা

আপডেট: ০৬:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩

প্রবীন তামিল অভিনেতা এবং পরিচালক-প্রযোজক মনোবালা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। লিভারের সমস্যার কারণে চেন্নাইয়ের একটি বেসরকারী হাসপাতালে দেহত্যাগ করেন এই অভিনেতা। তবে তার আকস্মিক মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, প্রবীণ এই অভিনেতা গত দুই সপ্তাহ ধরে লিভার সংক্রান্ত সমস্যার জন্য নিজ বাসভবনে চিকিৎসা নিচ্ছিলেন। এর আগে জানুয়ারিতে মনোবালা প্রায় পনের দিন ধরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা গেছে। জানুয়ারিতে তার হৃদযন্ত্রের অপারেশন করা হয়েছিল।

বুধবার (৩ মে) মনোবালা চেন্নাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চেন্নাইয়ের শালিগ্রামের এলভি প্রসাদ রোডে তাঁর বাসভবনে তাঁর মৃতদেহ রাখা হয়েছে। তার অন্ত্যেষ্টিক্রিয়া ও দাহ সংক্রান্ত বিস্তারিত আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে।

আরও পড়ুন: মুসলিম মেয়রকে হোয়াইট হাউসে ঢুকতে বাধা

৩৫ বছরেরও বেশি সময়ব্যাপী তার কর্মজীবনে তিনি ৯০০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি তার কমেডি টাইমিং এবং হাস্যরসের জন্য পরিচিত ছিলেন। সাম্প্রতিক সময়েও তিনি নিয়মিত অভিনয় করে গেছেন বিভিন্ন চলচ্চিত্রে।

মৃত্যুকালে স্ত্রী ঊষা ও পুত্র হরিশকে রেখে গেছেন মনোবালা। প্রবীণ এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে। একে একে শোক প্রকাশ করছেন রজনীকান্ত থেকে শুরু করে নামি দামি তারকা, পরিচালক ও প্রযোজকরা।

ঢাকা/এসএম