০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলল ভারত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৩৮৪ বার দেখা হয়েছে

চালের অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত এবং দাম নিয়ন্ত্রণে রাখতে ২০২৩ সালের জুলাই মাসে চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। তবে গতকাল ২৭ সেপ্টেম্বর ভারতের কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে। খবর- এনডিটিভির

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রপ্তানিকারকরা বাসমতি ছাড়া অন্য সব ধরনের চাল রপ্তানি করতে পারবেন। পাশাপাশি চাল রপ্তানির ওপর রপ্তানি শুল্কের হারও কমানো হয়েছে। সরকার সিদ্ধ চালের ওপর রপ্তানি শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে।

ভারতের চাল রপ্তানি কোম্পানি রাইস ভিলার শীর্ষ নির্বাহী সুরজ আগার ওয়াল বলেছেন, চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই সিদ্ধান্ত ভারতের অভ্যন্তরীণ কৃষিক্ষেত্রে বড় ভূমিকা বেয়ে আনবে। কৃষকরা এতে লাভবান হবে। এই কৌশলগত পদক্ষেপটি কেবল রপ্তানিকারকদের আয়ই বাড়াবে না বরং কৃষকদেরও ক্ষমতায়ন করবে। কৃষকরা ধান চাষে লাভের আশা দেখবেন। এছাড়া আন্তর্জাতিক চালের বাজারেও এই সিদ্ধান্ত বিরাট অবদান রাখবে।

আরও পড়ুন: সুদহার বৃদ্ধি পেলে ঋণ প্রবাহ কমবে: ডিসিসিআই

এদিকে রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রপ্তানিকারকরা। চাল রপ্তানিকারক হালদার গ্রুপের কেশব কেআর হালদার সরকারের এ পদক্ষেপের প্রশংসা করেছেন।

চাল রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক বাজারে এর দাম বাড়তে শুরু করেছিল। সব ধরনের চালের দাম বেড়েছিল ১১ দশমিক ৭ শতাংশ যা গত ১১ বছরে সর্বোচ্চ মূল্যবৃদ্ধির রেকর্ড।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলল ভারত

আপডেট: ০১:১৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

চালের অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত এবং দাম নিয়ন্ত্রণে রাখতে ২০২৩ সালের জুলাই মাসে চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। তবে গতকাল ২৭ সেপ্টেম্বর ভারতের কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে। খবর- এনডিটিভির

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রপ্তানিকারকরা বাসমতি ছাড়া অন্য সব ধরনের চাল রপ্তানি করতে পারবেন। পাশাপাশি চাল রপ্তানির ওপর রপ্তানি শুল্কের হারও কমানো হয়েছে। সরকার সিদ্ধ চালের ওপর রপ্তানি শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে।

ভারতের চাল রপ্তানি কোম্পানি রাইস ভিলার শীর্ষ নির্বাহী সুরজ আগার ওয়াল বলেছেন, চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই সিদ্ধান্ত ভারতের অভ্যন্তরীণ কৃষিক্ষেত্রে বড় ভূমিকা বেয়ে আনবে। কৃষকরা এতে লাভবান হবে। এই কৌশলগত পদক্ষেপটি কেবল রপ্তানিকারকদের আয়ই বাড়াবে না বরং কৃষকদেরও ক্ষমতায়ন করবে। কৃষকরা ধান চাষে লাভের আশা দেখবেন। এছাড়া আন্তর্জাতিক চালের বাজারেও এই সিদ্ধান্ত বিরাট অবদান রাখবে।

আরও পড়ুন: সুদহার বৃদ্ধি পেলে ঋণ প্রবাহ কমবে: ডিসিসিআই

এদিকে রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রপ্তানিকারকরা। চাল রপ্তানিকারক হালদার গ্রুপের কেশব কেআর হালদার সরকারের এ পদক্ষেপের প্রশংসা করেছেন।

চাল রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক বাজারে এর দাম বাড়তে শুরু করেছিল। সব ধরনের চালের দাম বেড়েছিল ১১ দশমিক ৭ শতাংশ যা গত ১১ বছরে সর্বোচ্চ মূল্যবৃদ্ধির রেকর্ড।

ঢাকা/এসএইচ