চুল ঘন দেখাবে যেভাবে

- আপডেট: ০৪:১৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৩৮৮ বার দেখা হয়েছে
চুল যতই সুন্দর হোক, ঘনত্ব না থাকলে আসল সৌন্দর্য ফুটে ওঠে না। যদি আপনার চুল পাতলা হয়, তবে সহজ কিছু টিপস মেনে চলতে পারেন। যেগুলো আপনার চুলের ঘনত্বকে বাড়াবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রাকৃতিক উপাদানে তৈরি অনেক হেয়ার প্যাক রয়েছে, যা নিয়মিত ব্যবহারে চুল অনেক ঘন দেখায়। এছাড়াও চুল রাখে মজবুত। যার মধ্যে প্রথমেই আসে ডিম আর টক দই দিয়ে তৈরি হেয়ার মাস্ক। ডিমের কুসুম শুষ্ক চুলকে পুষ্টি যোগায়। আর চুলকে অতিরিক্ত তেলতেলে হওয়া থেকে আটকায় ডিমের সাদা অংশ। চুল পরিষ্কার এবং ঘনত্ব বাড়াতেও ডিমের বিকল্প নেই।
শ্যাম্পু করার আধঘণ্টা আগে চুলে ডিম আর টক দইয়ের মিশ্রণ লাগাতে পারে। ডিম ফেটিয়ে তাতে অল্প দুধ মিশিয়ে আর একটি টোটকা বানাতে পারেন। এটা ঘন পেস্ট তৈরি করে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগান। আধঘণ্টা রেখে ভাল করে ধুয়ে ফেলুন। এবার এক মগ পানি নিয়ে তাতে লেবুর রস আর আধকাপ গোলাপ জল মিশিয়ে নিন। তারপর চুল চুল আরও একবার ধুয়ে নিতে হবে।
আরও পড়ুন: দিনটি কেমন কাটবে, জেনে নিন রাশিফলে
তাহলে চুলে ডিমের গন্ধ থাকবে না। সাধারণত যেদিকে চুল আঁচড়ান, তার উলটো দিকে দিয়ে দেখতে পারেন। এতেও চুলে ভলিউম অ্যাড হবে। মাথ নীচের দিকে ঝুঁকিয়ে সব আবার উলটে নিয়ে ব্লো-ড্রাই করলেও ভাল ফল পাবেন।
ঢাকা/এসএম