০১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

চৌমুহনীর রেলওয়ে মার্কেটে আগুনে পুড়ল ৩০ দোকান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • / ৪২০৭ বার দেখা হয়েছে

নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজারের রেলওয়ে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে কয়েক কোটি টাকার সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ বুধবার (১৮ জানুয়ারি) ভোর সোয়া ৫টায় চৌমুহনী বাজারের রেলওয়ে মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চৌমুহনী বাজারের ব্যবসায়ী জসিম জানান, ভোর সোয়া ৫টায় স্থানীয়রা চৌমুহনী বাজারের রেলওয়ে মার্কেটে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। সে সময় স্থানীয়রা এগিয়ে এলেও আগুন দ্রুত পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। পরে চৌমুহনী, মাইজদী, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগে, মার্কেটের থাকা ১৫টি ক্রোকারিজ দোকান, খাবার হোটেল এবং আবাসিক হোটেলসহ কমপক্ষে ৩০টি দোকান পুড়ে যায়। আগুনে দোকানগুলোতে থাকা মালামাল এবং নগদ টাকা পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: আমরা চিকিৎসা সেবার সঙ্গে গবেষণাও জোরদার করেছি: প্রধানমন্ত্রী

নোয়াখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক পূর্ণ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভোর সোয়া ৫টায় চৌমুহনী রেলওয়ে মার্কেটে আগুন লাগার খবর পেয়ে, চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে জেলা সদর মাইজদী, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ থেকে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।’ আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে বলে জানান তিনি।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

চৌমুহনীর রেলওয়ে মার্কেটে আগুনে পুড়ল ৩০ দোকান

আপডেট: ১২:০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩

নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজারের রেলওয়ে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে কয়েক কোটি টাকার সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ বুধবার (১৮ জানুয়ারি) ভোর সোয়া ৫টায় চৌমুহনী বাজারের রেলওয়ে মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চৌমুহনী বাজারের ব্যবসায়ী জসিম জানান, ভোর সোয়া ৫টায় স্থানীয়রা চৌমুহনী বাজারের রেলওয়ে মার্কেটে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। সে সময় স্থানীয়রা এগিয়ে এলেও আগুন দ্রুত পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। পরে চৌমুহনী, মাইজদী, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগে, মার্কেটের থাকা ১৫টি ক্রোকারিজ দোকান, খাবার হোটেল এবং আবাসিক হোটেলসহ কমপক্ষে ৩০টি দোকান পুড়ে যায়। আগুনে দোকানগুলোতে থাকা মালামাল এবং নগদ টাকা পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: আমরা চিকিৎসা সেবার সঙ্গে গবেষণাও জোরদার করেছি: প্রধানমন্ত্রী

নোয়াখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক পূর্ণ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভোর সোয়া ৫টায় চৌমুহনী রেলওয়ে মার্কেটে আগুন লাগার খবর পেয়ে, চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে জেলা সদর মাইজদী, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ থেকে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।’ আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে বলে জানান তিনি।

ঢাকা/এসএ