ছুটি কাটিয়ে ঢাকায় ফিরলেন হাথুরুসিংহে

- আপডেট: ০৩:৪৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
- / ১০৪১৩ বার দেখা হয়েছে
ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়া থেকে আজ বুধবার (০৯ আগষ্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান হাথুরু। টাইগার এই প্রধান কোচের সঙ্গে ছিলেন তার ছেলে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
শ্রীলঙ্কা থেকে এদিন একই সময়ে ফিরেছেন টাইগার ক্রিকেটার তাওহীদ হৃদয়। বিমানবন্দর থেকে কোচ এবং ক্রিকেটারকে বের হতে দেখা গেছে একই সময়ে। দুই জন বের হয়ে অবশ্য বিমানবন্দর ত্যাগ করেছেন আলাদা গাড়িতে করে।
জানা গেছে, আজ রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসবেন হাথুরুসিংহে। সেখানে টাইগার এই কোচের সঙ্গে অধিনায়ক ইস্যুতে কথা বলবেন পাপন। টাইগার ওয়ানডে অধিনায়কের ইস্যুতে ঝুলে রয়েছে এশিয়া কাপের দল দেওয়ার বিষয়টি।
আরও পড়ুন: গাম্পার ট্রফি জিতে মৌসুম শুরু বার্সেলোনার
গতকাল ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, দুই-একদিনের মধ্যে জানানো হবে নতুন ওয়ানডে অধিনায়কের নাম। এ সময় তিনি বলেন, ‘আমরা দিন দুই-তিনের মধ্যে বিফোর ১২ সেপ্টেম্বর আমাদের ডেডলাইন আছে, তার আগে আমরা ক্যাপ্টেন নির্বাচন করে আপনাদের জানিয়ে দেবো।’
ঢাকা/টিএ