১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ছোটোখাটো অপরাধে রিক্রুটিং এজেন্সির জরিমানা সর্বোচ্চ দুই লাখ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৩৮৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

ছোটখাটো অপরাধ প্রমাণিত হলে রিক্রুটিং এজেন্সিকে ৫০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন (সংশোধন), ২০২৩- এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (০৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এটি গত ৭ আগস্ট নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। সেটির আজকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনের মধ্যে রিক্রুটিং এজেন্ট যারা কাজ করেন, তারা সাব এজেন্ট রাখতে পারবেন। সাব এজেন্ট কীভাবে নিয়োগ করা হবে, কারা-কারা থাকবেন, সেটি বিধির মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। সেই বিধি সংশ্লিষ্ট মন্ত্রণালয় তৈরি করবে।

আরও পড়ুন: বিদ্রোহের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে আনসার ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন

তিনি বলেন, এখন আমাদের আনঅফিসিয়ালি অনেক সাব এজেন্ট অথবা প্রতিনিধি আছে। তাদেরকে কখনোই আইনের আওতায় আনা যাচ্ছে না। তারা সবসময় ধরাছোঁয়ার বাইরেই চলে যাচ্ছে। এজন্য মূলত এই স্টেপটি নেওয়া হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে- আগে যেটা ছিল যে, রিক্রুটিং এজেন্সির কোন অন্যায় যদি আমরা পেতাম তাহলে লাইসেন্স স্থগিত বা বাতিল করতে হতো। যদি ছোটখাটো অপরাধ হতো, কোন শাস্তি দেওয়ার সুযোগ ছিল না। সেজন্য এবার  পঞ্চাশ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত  জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ছোটোখাটো অপরাধে রিক্রুটিং এজেন্সির জরিমানা সর্বোচ্চ দুই লাখ

আপডেট: ০৬:৪৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

ছোটখাটো অপরাধ প্রমাণিত হলে রিক্রুটিং এজেন্সিকে ৫০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন (সংশোধন), ২০২৩- এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (০৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এটি গত ৭ আগস্ট নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। সেটির আজকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনের মধ্যে রিক্রুটিং এজেন্ট যারা কাজ করেন, তারা সাব এজেন্ট রাখতে পারবেন। সাব এজেন্ট কীভাবে নিয়োগ করা হবে, কারা-কারা থাকবেন, সেটি বিধির মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। সেই বিধি সংশ্লিষ্ট মন্ত্রণালয় তৈরি করবে।

আরও পড়ুন: বিদ্রোহের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে আনসার ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন

তিনি বলেন, এখন আমাদের আনঅফিসিয়ালি অনেক সাব এজেন্ট অথবা প্রতিনিধি আছে। তাদেরকে কখনোই আইনের আওতায় আনা যাচ্ছে না। তারা সবসময় ধরাছোঁয়ার বাইরেই চলে যাচ্ছে। এজন্য মূলত এই স্টেপটি নেওয়া হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে- আগে যেটা ছিল যে, রিক্রুটিং এজেন্সির কোন অন্যায় যদি আমরা পেতাম তাহলে লাইসেন্স স্থগিত বা বাতিল করতে হতো। যদি ছোটখাটো অপরাধ হতো, কোন শাস্তি দেওয়ার সুযোগ ছিল না। সেজন্য এবার  পঞ্চাশ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত  জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে।

ঢাকা/এসএম