০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

ছয় মাসে ১২ হাজার গালি খেয়েছেন রোনালদো

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
  • / ৪১৭৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:  প্রিমিয়ার লিগের গত মৌসুমের প্রথম ছয় মাসে খেলোয়াড়রা প্রায় ৬০ হাজার গালি খেয়েছেন। এর মধ্যে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরা ক্রিস্টিয়ানো রোনালদো সবচেয়ে বেশি গালি খাওয়ার বা কটুক্তির শিকার হয়েছেন। 

অবমাননার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে আছেন ম্যানইউ’র সেন্ট্রাল ডিফেন্ডার হ্যারি মাগুইরে। এছাড়া রেড ডেলিসদের ফ্রেড, জেসে লিনগার্ড, পল পগবা এবং ডেভিড ডি গিয়া বেশি কটুক্তির শিকার হয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দ্য এলান টার্নিং ইনস্টিটিউট একটি গবেষণা পরিচালিক করেছে। অফকন ওই গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, গত বছরের ১৩ আগস্ট থেকে ২০২২ সালের ২০ জানুয়ারি পর্যন্ত ১০টি প্রিমিয়ার লিগের দলের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে ২৩ লাখ মন্তব্য পড়েছে। এর মধ্যে ৬০ হাজার বাজে মন্তব্য।

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার রোনালদোর নামে সাড়ে ১২ হাজার গালি পড়েছে। মাগুইরে ৮ হাজার ৯০০ গালির শিকার হয়েছেন। দ্বিতীয় অবস্থানে আছেন ইংলিশ ডিফেন্ডার। ফরোয়ার্ড মার্কোস র‌্যাশফোর্ডের ভাগে পড়েছে আড়াই হাজার গালি। 

অফকনের পরিচালক কেভিন বাকহার্টস বলেছেন, ‘ফুটবলের মতো সুন্দর খেলার নেতিবাচক দিকটা নিয়ে আমরা গবেষণার মাধ্যমে সামনে এনেছি। ফুটবলে কটুক্তি বা গালির কোন জায়গা নেই। দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনাকারীদের কটুক্তি বা গালি রুখতে নতুন আইন করা জরুরি।’ 

তিনি মনে করেন, যারা ক্লাবগুলোর সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন, তারা সকলেই ফুটবলের বড় ভক্ত। অধিকাংশ ভক্তই ভালো মন্তব্য করেছেন। সেই তুলনায় অন্য ভক্তদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। ফুটবল রক্ষায় ভক্তদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান করেছেন তিনি।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

ছয় মাসে ১২ হাজার গালি খেয়েছেন রোনালদো

আপডেট: ০৫:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক:  প্রিমিয়ার লিগের গত মৌসুমের প্রথম ছয় মাসে খেলোয়াড়রা প্রায় ৬০ হাজার গালি খেয়েছেন। এর মধ্যে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরা ক্রিস্টিয়ানো রোনালদো সবচেয়ে বেশি গালি খাওয়ার বা কটুক্তির শিকার হয়েছেন। 

অবমাননার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে আছেন ম্যানইউ’র সেন্ট্রাল ডিফেন্ডার হ্যারি মাগুইরে। এছাড়া রেড ডেলিসদের ফ্রেড, জেসে লিনগার্ড, পল পগবা এবং ডেভিড ডি গিয়া বেশি কটুক্তির শিকার হয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দ্য এলান টার্নিং ইনস্টিটিউট একটি গবেষণা পরিচালিক করেছে। অফকন ওই গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, গত বছরের ১৩ আগস্ট থেকে ২০২২ সালের ২০ জানুয়ারি পর্যন্ত ১০টি প্রিমিয়ার লিগের দলের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে ২৩ লাখ মন্তব্য পড়েছে। এর মধ্যে ৬০ হাজার বাজে মন্তব্য।

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার রোনালদোর নামে সাড়ে ১২ হাজার গালি পড়েছে। মাগুইরে ৮ হাজার ৯০০ গালির শিকার হয়েছেন। দ্বিতীয় অবস্থানে আছেন ইংলিশ ডিফেন্ডার। ফরোয়ার্ড মার্কোস র‌্যাশফোর্ডের ভাগে পড়েছে আড়াই হাজার গালি। 

অফকনের পরিচালক কেভিন বাকহার্টস বলেছেন, ‘ফুটবলের মতো সুন্দর খেলার নেতিবাচক দিকটা নিয়ে আমরা গবেষণার মাধ্যমে সামনে এনেছি। ফুটবলে কটুক্তি বা গালির কোন জায়গা নেই। দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনাকারীদের কটুক্তি বা গালি রুখতে নতুন আইন করা জরুরি।’ 

তিনি মনে করেন, যারা ক্লাবগুলোর সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন, তারা সকলেই ফুটবলের বড় ভক্ত। অধিকাংশ ভক্তই ভালো মন্তব্য করেছেন। সেই তুলনায় অন্য ভক্তদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। ফুটবল রক্ষায় ভক্তদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান করেছেন তিনি।

ঢাকা/এসএম