জঙ্গি সম্পৃক্ততা: কোচিংয়ের কথা বলে পালানো চারজনসহ আটক ৭

- আপডেট: ০১:৩৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
- / ১০৪৩০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া এবং কোচিংয়ের কথা বলে পালানো চারজনসহ মোট সাতজনকে আটক করেছে র্যাব। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বৃহস্পতিবার সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা এ তথ্য নিশ্চিত করেছেন। র্যাব জানায়, বুধবার রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১১ সদস্যরা রাজধানীর আশপাশের কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করে।
র্যাব বলছে, গত ২৩ আগস্ট কোচিংয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন কুমিল্লার কলেজ পড়ুয়া সাত শিক্ষার্থী। এরপর আরও কয়েকজন নিখোঁজ হয়। এসব ঘটনায় র্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অবস্থান শনাক্ত করে তাদের আটক করে।
আরও পড়ুন: কক্সবাজার থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
ঢাকা/এসএ