০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

জনগণের সেবক হিসেবে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • / ৪১৭৭ বার দেখা হয়েছে

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন বলেছেন, ব্যক্তিস্বার্থ ও মোহের ঊর্ধ্বে উঠে মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে মানুষের কল্যাণ ও দেশের ধারাবাহিক সমৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে পুলিশকে। জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের মানসিকতা রাখতে হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বৃহস্পতিবার সকালে উপপরিদর্শকদের (এসআই) প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৯তম ক্যাডেট এসআই ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পদক বিতরণ করেন পুলিশ প্রধান।

তিনি বলেন, পুলিশের জনবল বৃদ্ধি, আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণের মান উন্নয়ন করে বাংলাদেশ পুলিশকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করার সর্বাত্মক চেষ্টা চলছে। ‘রুপকল্প-২০৪১’ বাস্তবায়ন ও ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে বাংলাদেশ পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন: তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস

অপেশাদার আচরণ বন্ধ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, দ্রুত মামলার নিষ্পত্তি এবং পুলিশ সদস্যদের কল্যাণ- এই নির্দেশনাগুলো মেনে চলার নির্দেশ দিয়ে তিনি বলেন, নবীন পুলিশ অফিসার হিসেবে তোমরা মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে দক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে কর্মজীবন অতিবাহিত করবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তোমরা হবে জনগণের আস্থার প্রতীক, জনগণের পুলিশ। তোমরা হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ।

এর আগে আইজিপি বিভিন্ন বিষয়ে সেরাদের পদক দেন। ৭৬১ জন প্রশিক্ষণার্থীর মাঝে পদকপ্রাপ্তরা হলেন, বেস্ট ক্যাডেট মঞ্জয় কুমার কুন্ডু, বেস্ট একাডেমিক আনিকা তাবাসসুম, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ রাবেয়া বসরী আঁখি, বেস্ট শ্যুটার তুর্ন মোহাম্মাদ মুহতাসিম ও বেস্ট সুইমার তৌফিকুজ্জামান।

অনুষ্ঠানে একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজি মীর রেজাউল আলম, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, পুলিশের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহী ও রংপুর বিভাগের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

জনগণের সেবক হিসেবে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

আপডেট: ০২:২৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন বলেছেন, ব্যক্তিস্বার্থ ও মোহের ঊর্ধ্বে উঠে মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে মানুষের কল্যাণ ও দেশের ধারাবাহিক সমৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে পুলিশকে। জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের মানসিকতা রাখতে হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বৃহস্পতিবার সকালে উপপরিদর্শকদের (এসআই) প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৯তম ক্যাডেট এসআই ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পদক বিতরণ করেন পুলিশ প্রধান।

তিনি বলেন, পুলিশের জনবল বৃদ্ধি, আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণের মান উন্নয়ন করে বাংলাদেশ পুলিশকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করার সর্বাত্মক চেষ্টা চলছে। ‘রুপকল্প-২০৪১’ বাস্তবায়ন ও ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে বাংলাদেশ পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন: তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস

অপেশাদার আচরণ বন্ধ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, দ্রুত মামলার নিষ্পত্তি এবং পুলিশ সদস্যদের কল্যাণ- এই নির্দেশনাগুলো মেনে চলার নির্দেশ দিয়ে তিনি বলেন, নবীন পুলিশ অফিসার হিসেবে তোমরা মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে দক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে কর্মজীবন অতিবাহিত করবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তোমরা হবে জনগণের আস্থার প্রতীক, জনগণের পুলিশ। তোমরা হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ।

এর আগে আইজিপি বিভিন্ন বিষয়ে সেরাদের পদক দেন। ৭৬১ জন প্রশিক্ষণার্থীর মাঝে পদকপ্রাপ্তরা হলেন, বেস্ট ক্যাডেট মঞ্জয় কুমার কুন্ডু, বেস্ট একাডেমিক আনিকা তাবাসসুম, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ রাবেয়া বসরী আঁখি, বেস্ট শ্যুটার তুর্ন মোহাম্মাদ মুহতাসিম ও বেস্ট সুইমার তৌফিকুজ্জামান।

অনুষ্ঠানে একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজি মীর রেজাউল আলম, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, পুলিশের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহী ও রংপুর বিভাগের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ঢাকা/এসএম