০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুলাই ২০২৪

জমি-সোনা বিক্রি করে পুঁজিবাজারে বিনিয়োগ নয়: বিএসইসি কমিশনার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৪৭৮ বার দেখা হয়েছে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. রুমানা ইসলাম বলেছেন, যে টাকা এক বছর ব্যাংকে পড়ে থাকলে সমস্যা নেই, সেই টাকাই পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে। অনেকে জমি, সোনা-গয়না বিক্রি বা বন্ধক দিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করে। সেটি করা যাবে না।

আজ রোববার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিএসইসির কমিশনার বলেন, ২০৪১ সালে আমরা একটি উন্নত দেশে পরিণত হবো। সেখানে ক্যাপিটাল মার্কেটের ভূমিকা থাকবে। যে কারণে শেয়ারবাজারকে এগিয়ে নিতে হবে।

সঞ্চয়ের কিছু অংশ শেয়ারবাজারে বিনিয়োগ করতে হবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এখনই তোমাদের ভবিষ্যত গড়ার সময়। তাই আগে সঞ্চয় করতে হবে, পরে খরচ করতে হবে। আমার যদি এক লাখ টাকার সামর্থ্য থাকে, তবে আমি ৫০ হাজার টাকার ঝুঁকি নেবো। এক্ষেত্রে ৫০ লাখ টাকার ঝুঁকি নেওয়া যাবে না।

আরও পড়ুন: কারসাজি রোধে পুঁজিবাজারে সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করা জরুরি: ডিএসই এমডি

বিশেষ অতিথির বক্তব্যে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান বলেন, শেয়ারবাজারে কারসাজি রোধে লিগ্যাল ফ্রেমওয়ার্ম দরকার। ল’ অ্যান্ড এনফোর্সমেন্ট দুর্বল হলে বিনিয়োগকারীদের নিরাপত্তা থাকে না। বিনিয়োগকারীদের নিরাপত্তা দেওয়া আমাদের প্রাথমিক দায়িত্ব।

ডিএসই ট্রেনিং একাডেমি আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনে অনুষ্ঠিত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. এটিএম তারিকুজ্জামান অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ড. সীমা জামান, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ডিএসই ট্রেনিং একাডেমির ডিজিএম সৈয়দ আল আমিন রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x

জমি-সোনা বিক্রি করে পুঁজিবাজারে বিনিয়োগ নয়: বিএসইসি কমিশনার

আপডেট: ০৪:৩৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. রুমানা ইসলাম বলেছেন, যে টাকা এক বছর ব্যাংকে পড়ে থাকলে সমস্যা নেই, সেই টাকাই পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে। অনেকে জমি, সোনা-গয়না বিক্রি বা বন্ধক দিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করে। সেটি করা যাবে না।

আজ রোববার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিএসইসির কমিশনার বলেন, ২০৪১ সালে আমরা একটি উন্নত দেশে পরিণত হবো। সেখানে ক্যাপিটাল মার্কেটের ভূমিকা থাকবে। যে কারণে শেয়ারবাজারকে এগিয়ে নিতে হবে।

সঞ্চয়ের কিছু অংশ শেয়ারবাজারে বিনিয়োগ করতে হবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এখনই তোমাদের ভবিষ্যত গড়ার সময়। তাই আগে সঞ্চয় করতে হবে, পরে খরচ করতে হবে। আমার যদি এক লাখ টাকার সামর্থ্য থাকে, তবে আমি ৫০ হাজার টাকার ঝুঁকি নেবো। এক্ষেত্রে ৫০ লাখ টাকার ঝুঁকি নেওয়া যাবে না।

আরও পড়ুন: কারসাজি রোধে পুঁজিবাজারে সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করা জরুরি: ডিএসই এমডি

বিশেষ অতিথির বক্তব্যে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান বলেন, শেয়ারবাজারে কারসাজি রোধে লিগ্যাল ফ্রেমওয়ার্ম দরকার। ল’ অ্যান্ড এনফোর্সমেন্ট দুর্বল হলে বিনিয়োগকারীদের নিরাপত্তা থাকে না। বিনিয়োগকারীদের নিরাপত্তা দেওয়া আমাদের প্রাথমিক দায়িত্ব।

ডিএসই ট্রেনিং একাডেমি আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনে অনুষ্ঠিত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. এটিএম তারিকুজ্জামান অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ড. সীমা জামান, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ডিএসই ট্রেনিং একাডেমির ডিজিএম সৈয়দ আল আমিন রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা/টিএ