জরুরি প্রয়োজন ছাড়া গাজীপুরমুখী সড়ক ব্যবহার না করার অনুরোধ

- আপডেট: ০২:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ১০৩৮১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীর খিলক্ষেত উত্তরা হয়ে গাজীপুরমুখী সড়ক ব্যবহার না করতে নাগরিকদের অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগ। মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম শাখা এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ডিএমপির গণমাধ্যম শাখা বলছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল বৃষ্টি হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের বিভিন্ন অংশে বড় বড় গর্তের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে খিলক্ষেত উত্তরা হয়ে গাজীপুরমুখী যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
আরও পড়ুন: সিত্রাংয়ে সাড়ে ৪ হাজার মোবাইল টাওয়ার অচল
জানা গেছে, ভোর থেকেই সড়কটিতে গাড়ির বাড়তি চাপ রয়েছে। সড়কে ভয়াবহ যানজট। টঙ্গীর পর থেকেই গাড়ির গতি খুবই ধীর। যার প্রভাব পড়েছে রাজধানীতে। যাদের বেশি প্রয়োজন, তাদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
ঢাকা/এসএ