০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

জাতিসংঘের দুই আন্ডার সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
  • / ৪২০৫ বার দেখা হয়েছে

জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডারসেক্রেটারি জেনারেল জাঁ পিয়ের লাক্রোয়ার এবং সংস্থাটির ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, পলিসি অ্যান্ড কমপ্লায়েন্স বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন পোলার্ড পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।রোববার (২৫ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সাক্ষাতের তথ্য এক বিজ্ঞপ্তিতে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এতে বলা হয়, ড. মোমেন দুই আন্ডার সেক্রেটারির সঙ্গে হওয়া বৈঠকে জাতিসংঘের নারী শান্তিরক্ষী বাড়ানোর লক্ষ্য পূরণে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি তুলে ধরেন। মোমেন বলেন, জাতিসংঘের ইউনিফর্মড জেন্ডার প্যারিটি কৌশল অনুযায়ী বাংলাদেশ ইতোমধ্যেই নারী শান্তিরক্ষীদের সংখ্যা বাড়াচ্ছে। শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘকে জোর দিতে হবে।

আরও পড়ুন: ২৩ দিনে রেমিট্যান্স এসেছে সাড়ে ১৭৯ কোটি ডলার

পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশি শান্তিরক্ষীদের নিয়মিত ও কাস্টমাইজড প্রি-ডিপ্লয়মেন্ট ট্রেনিং দেওয়ার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট ফর পিস সাপোর্ট অপারেশন অ্যান্ড ট্রেনিং প্রতিষ্ঠা করেছে। তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে জাতিসংঘের প্রচেষ্টার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। মোমেন নারী শান্তিরক্ষীদের ব্যক্তিগত আত্মত্যাগের স্বীকৃতির গুরুত্ব তুলে ধরেন।

আন্ডার সেক্রেটারি জেনারেল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশের অগ্রণী অবস্থানের প্রশংসা করেন। তারা নারী শান্তিরক্ষী বৃদ্ধিতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও প্রচেষ্টারও প্রশংসা করেন। তারা বৈশ্বিক শান্তির লক্ষ্যে একসঙ্গে কাজ করার জন্য বাংলাদেশের আশ্বাসকে স্বাগত জানান।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

জাতিসংঘের দুই আন্ডার সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট: ০৮:০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩

জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডারসেক্রেটারি জেনারেল জাঁ পিয়ের লাক্রোয়ার এবং সংস্থাটির ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, পলিসি অ্যান্ড কমপ্লায়েন্স বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন পোলার্ড পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।রোববার (২৫ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সাক্ষাতের তথ্য এক বিজ্ঞপ্তিতে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এতে বলা হয়, ড. মোমেন দুই আন্ডার সেক্রেটারির সঙ্গে হওয়া বৈঠকে জাতিসংঘের নারী শান্তিরক্ষী বাড়ানোর লক্ষ্য পূরণে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি তুলে ধরেন। মোমেন বলেন, জাতিসংঘের ইউনিফর্মড জেন্ডার প্যারিটি কৌশল অনুযায়ী বাংলাদেশ ইতোমধ্যেই নারী শান্তিরক্ষীদের সংখ্যা বাড়াচ্ছে। শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘকে জোর দিতে হবে।

আরও পড়ুন: ২৩ দিনে রেমিট্যান্স এসেছে সাড়ে ১৭৯ কোটি ডলার

পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশি শান্তিরক্ষীদের নিয়মিত ও কাস্টমাইজড প্রি-ডিপ্লয়মেন্ট ট্রেনিং দেওয়ার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট ফর পিস সাপোর্ট অপারেশন অ্যান্ড ট্রেনিং প্রতিষ্ঠা করেছে। তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে জাতিসংঘের প্রচেষ্টার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। মোমেন নারী শান্তিরক্ষীদের ব্যক্তিগত আত্মত্যাগের স্বীকৃতির গুরুত্ব তুলে ধরেন।

আন্ডার সেক্রেটারি জেনারেল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশের অগ্রণী অবস্থানের প্রশংসা করেন। তারা নারী শান্তিরক্ষী বৃদ্ধিতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও প্রচেষ্টারও প্রশংসা করেন। তারা বৈশ্বিক শান্তির লক্ষ্যে একসঙ্গে কাজ করার জন্য বাংলাদেশের আশ্বাসকে স্বাগত জানান।

ঢাকা/এসএম