জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মী গ্রেফতার

- আপডেট: ০২:৩৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ১০৪০৫ বার দেখা হয়েছে
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ পুটখালী গ্রামে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পুটখালী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে পুটখালী গ্রামে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। সে সময় নাভারন সার্কেল এএসপি নিশাত আল নাহিয়ানের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: জাল জন্মনিবন্ধন সনদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ৫
আটক ব্যক্তিরা বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বাসিন্দা। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া জানান, আটক ব্যক্তিরা নাশকতার পরিকল্পনা করছিল, এমন অভিযোগে থানার পুটখালী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
ঢাকা/এসএ