জামিন পেলেন মাহির স্বামী

- আপডেট: ০৬:৫২:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
- / ১০৩৭৬ বার দেখা হয়েছে
ডিজিটাল নিরাপত্তা আইনসহ দুই মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকার। সোমবার (২০ মার্চ) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৪-এর বিচারক মো. নিয়াজ মাখদুম এই জামিন মঞ্জুর করেন। মাহিয়া মাহির পারিবারিক আইনজীবী অ্যাডভোকেট রিপন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জামিন শুনাতিতে অংশ নেন মাহিয়া মাহির পারিবারিক আইনজীবী অ্যাডভোকেট রিপন চন্দ্র সরকার ও আইনজীবী আনোয়ার সাদত। অ্যাডভোকেট রিপন চন্দ্র সরকার বলেন, রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলাসহ দুই মামলায় আদালত তাকে জামিন দিয়েছেন। পরবর্তী পুলিশ প্রতিবেদন আসার আগ পর্যন্ত এই জামিন বহাল থাকবে।
আরও পড়ুন: রমজানে চেক নিষ্পত্তির নতুন সময়সূচি
ঢাকা/এসএম