০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
আয়কর তথ্যে অসঙ্গতি

জাহিনটেক্সের আয়কর তথ্য চেয়েছে বিএসইসি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • / ১০৫৪৬ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই রকম আয়কর তথ্য দিয়েছে। এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) আয়কর তথ্যে অসঙ্গতি খুঁজে পেয়েছে। এই অবস্থায় পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির ট্যাক্স অ্যাসেসমেন্ট কপি ও ট্যাক্স রিটার্ন সাবমিটের তথ্য চেয়েছে।

বিএসইসির সহকারী পরিচালক মো. তরিকুল ইসলামের সই করা এ সংক্রান্ত চিঠি জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর পাঠানো হয়েছে। গত ১১ মে স্বাক্ষরিত চিঠিতে সাত কার্যদিবসের মধ্যে তথ্য জমা দিতে বলা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, এনবিআরের সিআইসি জানায়, এনবিআরের আয়কর বিভাগে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবছরের দাখিল করা ডকুমেন্টসে ডিএসইতে দেওয়া তথ্যের সঙ্গে অসঙ্গতি পাওয়া গেছে।

যার সত্যতা যাচাইয়ে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের কাছে ওই দুই অর্থবছরের ট্যাক্স অ্যাসেসমেন্ট কপি ও ট্যাক্স রিটার্ন সাবমিটের তথ্য চেয়েছে বিএসইসি। এলক্ষ্যে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি ইস্যু করা হয়েছে।

আরও পড়ুন: পুঁজিবাজারে চলছে বীমা খাতের আধিপত্য

উল্লেখ্য, কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটির প্রতিটি শেয়ার ২৫ টাকা (প্রিমিয়াম ১৫ টাকা) করে ইস্যুর মাধ্যমে ৫০ কোটি টাকা উত্তোলন করা হয়েছিল। ব্যবসা সম্প্রসারণ ও ঋণ পরিশোধের লক্ষ্যে পুঁজিবাজারে আসা কোম্পানিটির বর্তমানে স্বল্প মেয়াদে ঋণ ৯৩ কোটি ৯৮ লাখ টাকা এবং দীর্ঘ মেয়াদে ঋণ ১৪৫ কোটি ৪৩ লাখ টাকা রয়েছে।

প্রসঙ্গত, কোম্পানিটি সর্বশেষ ২০২১ ও ২০২২ সালে বিনিয়োগকারীদের কোন ডিভিডেন্ড দেয় নি। ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ৬৬ পয়সা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আয়কর তথ্যে অসঙ্গতি

জাহিনটেক্সের আয়কর তথ্য চেয়েছে বিএসইসি

আপডেট: ০৬:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই রকম আয়কর তথ্য দিয়েছে। এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) আয়কর তথ্যে অসঙ্গতি খুঁজে পেয়েছে। এই অবস্থায় পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির ট্যাক্স অ্যাসেসমেন্ট কপি ও ট্যাক্স রিটার্ন সাবমিটের তথ্য চেয়েছে।

বিএসইসির সহকারী পরিচালক মো. তরিকুল ইসলামের সই করা এ সংক্রান্ত চিঠি জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর পাঠানো হয়েছে। গত ১১ মে স্বাক্ষরিত চিঠিতে সাত কার্যদিবসের মধ্যে তথ্য জমা দিতে বলা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, এনবিআরের সিআইসি জানায়, এনবিআরের আয়কর বিভাগে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবছরের দাখিল করা ডকুমেন্টসে ডিএসইতে দেওয়া তথ্যের সঙ্গে অসঙ্গতি পাওয়া গেছে।

যার সত্যতা যাচাইয়ে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের কাছে ওই দুই অর্থবছরের ট্যাক্স অ্যাসেসমেন্ট কপি ও ট্যাক্স রিটার্ন সাবমিটের তথ্য চেয়েছে বিএসইসি। এলক্ষ্যে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি ইস্যু করা হয়েছে।

আরও পড়ুন: পুঁজিবাজারে চলছে বীমা খাতের আধিপত্য

উল্লেখ্য, কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটির প্রতিটি শেয়ার ২৫ টাকা (প্রিমিয়াম ১৫ টাকা) করে ইস্যুর মাধ্যমে ৫০ কোটি টাকা উত্তোলন করা হয়েছিল। ব্যবসা সম্প্রসারণ ও ঋণ পরিশোধের লক্ষ্যে পুঁজিবাজারে আসা কোম্পানিটির বর্তমানে স্বল্প মেয়াদে ঋণ ৯৩ কোটি ৯৮ লাখ টাকা এবং দীর্ঘ মেয়াদে ঋণ ১৪৫ কোটি ৪৩ লাখ টাকা রয়েছে।

প্রসঙ্গত, কোম্পানিটি সর্বশেষ ২০২১ ও ২০২২ সালে বিনিয়োগকারীদের কোন ডিভিডেন্ড দেয় নি। ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ৬৬ পয়সা।

ঢাকা/এসএ