০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
লেনদেন বেড়েছে ২২১ কোটি

পুঁজিবাজারে চলছে বীমা খাতের আধিপত্য

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • / ৪৩৫৬ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে চলছে বীমা খাতের আধিপত্য। গত কয়েক কার্যদিবসের মতো আজ বৃহস্পতিবার (১৮ মে) শেয়ারের দর বাড়া ও লেনদেনের ক্ষেত্রে বিমা খাতের দাপট ছিল একচেটিয়া। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ৩২.২১ শতাংশই বীমা খাতের। লেনদেনে অংশ নেয়া ৫৩টি বীমা কোম্পানির মধ্যে ৪১টিরই দর বেড়েছে।

আজ দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক আট পয়েন্ট বাড়লেও লেনদেন বেড়েছে ২২১ কোটি বা ৩১ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ২৫ পয়েন্ট বাড়লেও কমেছে লেনদেন। ডিএসই, সিএসই ও আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির বা ৩২.৩ শতাংশ, কমেছে ৫৭টির বা ১৬.১ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টির বা ৫১.৬ বা শতাংশ কোম্পানির।

আজ ডিএসইতে ৯৩২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২২০ কোটি ৯৩ লাখ টাকা বা ৩১ শতাংশ বেশি। গত কার্যদিবসে ডিএসইতে ৭১১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সূত্র মতে, লেনদেনে অংশ নেয়া ৫৩টি বীমা কোম্পানির মধ্যে ৪১টিরই দর বেড়েছে, কমেছে ৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির।

বীমা খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্সের। কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৫৭.২ টাকা। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৫২ টাকা।

আরও পড়ুন: বিদেশী বিনিয়োগের পাশাপাশি বাড়ছে পুঁজিবাজারে সুদিনের প্রত্যাশা

দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৭.৬ টাকা। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৬ টাকা।

এছাড়া গ্লোবাল ইন্সুরেন্সের ৯.৯৪ শতাংশ ও নিটল ইন্সুরেন্সের ৮.৯৪ শতাংশ করে দর বেড়ে কোম্পানিগুলো দর বাড়ার শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে।

আজ লেনদেনের শীর্ষ তালিকায়ও বীমা খাতের দাপট লক্ষ করা গেছে। এই খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করেছে রূপালী লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৪০ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে।

প্রভাতী ইন্সুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৭৩ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। যা এই খাতের কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন।

এর পরেই রয়েছে মেঘনা লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটি আজ ২১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরও পড়ুন: ব্লকে দুই কোম্পানির বড় লেনদেন

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৫ পয়েন্টে অবস্থান করছে।

বাজার বিশ্লেষকদের মতে, বড় মূলধনি বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসে আটকে আছে। ফলে বড় মূলধনি শেয়ারের বিনিয়োগকারীদের আগ্রহ কম। অন্যদিকে বীমা খাতের কোম্পানিগুলো স্বল্প মূলধনি। এ ছাড়া মোটর বীমা বাধ্যতামূলক করাসহ প্রবাসে শ্রমিক পাঠানোর ক্ষেত্রেও বীমা সুবিধা চালু করা হচ্ছে বলে বাজারে খবর ছড়িয়ে পড়েছে। এরই ফলস্রুতিতে বীমা খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। আর বাজারে তারই ছাপ পড়েছে।

আজ ডিএসইর লেনদেনের শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রূপালী লাইফ ইন্সুরেন্স,ইন্ট্রাকো রিফুয়েলিং, জেমিনি সি ফুড, প্রভাতী ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, মুন্নু সিরামকস, সি পার্ল হোটেল এবং ইউনিক হোটেল।

অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩০ পয়েন্টে। এদিন সিএসইতে ১২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ২ কোটি ৬৪ লাখ টাকা কম। গত কার্যদিবসে সিএসইতে ১৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ২১১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৬টি, কমেছে ৪৫টি এবং অপরিবর্তিত ছিল ৯০টির।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

লেনদেন বেড়েছে ২২১ কোটি

পুঁজিবাজারে চলছে বীমা খাতের আধিপত্য

আপডেট: ০৪:৩০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

পুঁজিবাজারে চলছে বীমা খাতের আধিপত্য। গত কয়েক কার্যদিবসের মতো আজ বৃহস্পতিবার (১৮ মে) শেয়ারের দর বাড়া ও লেনদেনের ক্ষেত্রে বিমা খাতের দাপট ছিল একচেটিয়া। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ৩২.২১ শতাংশই বীমা খাতের। লেনদেনে অংশ নেয়া ৫৩টি বীমা কোম্পানির মধ্যে ৪১টিরই দর বেড়েছে।

আজ দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক আট পয়েন্ট বাড়লেও লেনদেন বেড়েছে ২২১ কোটি বা ৩১ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ২৫ পয়েন্ট বাড়লেও কমেছে লেনদেন। ডিএসই, সিএসই ও আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির বা ৩২.৩ শতাংশ, কমেছে ৫৭টির বা ১৬.১ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টির বা ৫১.৬ বা শতাংশ কোম্পানির।

আজ ডিএসইতে ৯৩২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২২০ কোটি ৯৩ লাখ টাকা বা ৩১ শতাংশ বেশি। গত কার্যদিবসে ডিএসইতে ৭১১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সূত্র মতে, লেনদেনে অংশ নেয়া ৫৩টি বীমা কোম্পানির মধ্যে ৪১টিরই দর বেড়েছে, কমেছে ৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির।

বীমা খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্সের। কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৫৭.২ টাকা। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৫২ টাকা।

আরও পড়ুন: বিদেশী বিনিয়োগের পাশাপাশি বাড়ছে পুঁজিবাজারে সুদিনের প্রত্যাশা

দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৭.৬ টাকা। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৬ টাকা।

এছাড়া গ্লোবাল ইন্সুরেন্সের ৯.৯৪ শতাংশ ও নিটল ইন্সুরেন্সের ৮.৯৪ শতাংশ করে দর বেড়ে কোম্পানিগুলো দর বাড়ার শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে।

আজ লেনদেনের শীর্ষ তালিকায়ও বীমা খাতের দাপট লক্ষ করা গেছে। এই খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করেছে রূপালী লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৪০ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে।

প্রভাতী ইন্সুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৭৩ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। যা এই খাতের কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন।

এর পরেই রয়েছে মেঘনা লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটি আজ ২১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরও পড়ুন: ব্লকে দুই কোম্পানির বড় লেনদেন

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৫ পয়েন্টে অবস্থান করছে।

বাজার বিশ্লেষকদের মতে, বড় মূলধনি বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসে আটকে আছে। ফলে বড় মূলধনি শেয়ারের বিনিয়োগকারীদের আগ্রহ কম। অন্যদিকে বীমা খাতের কোম্পানিগুলো স্বল্প মূলধনি। এ ছাড়া মোটর বীমা বাধ্যতামূলক করাসহ প্রবাসে শ্রমিক পাঠানোর ক্ষেত্রেও বীমা সুবিধা চালু করা হচ্ছে বলে বাজারে খবর ছড়িয়ে পড়েছে। এরই ফলস্রুতিতে বীমা খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। আর বাজারে তারই ছাপ পড়েছে।

আজ ডিএসইর লেনদেনের শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রূপালী লাইফ ইন্সুরেন্স,ইন্ট্রাকো রিফুয়েলিং, জেমিনি সি ফুড, প্রভাতী ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, মুন্নু সিরামকস, সি পার্ল হোটেল এবং ইউনিক হোটেল।

অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩০ পয়েন্টে। এদিন সিএসইতে ১২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ২ কোটি ৬৪ লাখ টাকা কম। গত কার্যদিবসে সিএসইতে ১৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ২১১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৬টি, কমেছে ৪৫টি এবং অপরিবর্তিত ছিল ৯০টির।

ঢাকা/এসএ