অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধি
জিকিউ বলপেনের বিষয়ে তদন্ত করবে বিএসইসি

- আপডেট: ০৩:১৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ১০৩৯০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক বৃদ্ধির কারণ খতিয়ে দেখছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, সাম্প্রতিক সময়ে জিকিউ বলপেনের শেয়ারের দাম ও লেনদেন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা অস্বাভাবিক ও সন্দেহজনক। এমন পরিস্থিতিতে কোম্পানিটির লেনদেন সম্পর্কে তদন্ত করার জন্য কাজ করছে বিএসইসি।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের ২ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ১২২ টাকা ১০ পয়সা। আর আজ ২৪ মার্চ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর ১৫৯ টাকা ৫০ পয়সায় উন্নিত হয়েছে। অর্থাৎ এই আড়াই মাসে শেয়ারটির দর বেড়েছে ৩৭ টাকা ৪০ পয়সা। এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে সংস্থাটি।
পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, উৎপাদন বন্ধ থাকা, লোকসানে নিমজ্জিত থাকা কোম্পানির শেয়ার নিয়েই বেশি কারসাজি করা হয়। কারসাজি চক্র সংঘবদ্ধ হয়ে এগুলোকে বেছে নেন। কারণ এসব দুর্বল কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি করতে সুবিধা। এমন একটি লোকসানি কোম্পানির শেয়ারদর হঠাৎ করে বাড়াটা সন্দেহজনক।
আরও পড়ুন: লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৯৫ পয়সা। অপরদিকে, ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ০৪ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১১৩ টাকা ৯১ পয়সা।
ঢাকা/টিএ