০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪

জিম্বাবুয়েতে গিয়ে মত বদলালেন মুশফিক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • / ৪১৩১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগেই টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে ছুটি দেওয়ার বিষয়টিও ছিল মোটামুটি নিশ্চিত। তবে জিম্বাবুয়েতে গিয়ে নিজের মত বদলে ফেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এই সফরে টি-টোয়েন্টি খেলতে চান তিনি। 

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে এমন তথ্য জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর জৈব সুরক্ষা বলয় থেকে বের হতে চান না তিনি। কারণ এমন হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বলয়ে ঢুকে মানিয়ে নেওয়া তার জন্য কঠিন হবে বলে এখন মনে করছেন মুশফিক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এই ব্যাপারে নান্নু বলেন, ‘মুশফিক তার মত বদলেছে। সে এখন জৈব সুরক্ষা বলয়ে থাকতে চায় এবং জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলার জন্য নিজেকে উন্মুক্ত রেখেছে। সে যদি এখন ওয়ানডে খেলে জৈব সুরক্ষা বলয় থেকে বের হয়ে যায়। তাহলে তার জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বলয়ে মানিয়ে নেওয়া কঠিন হবে বলে মনে করছে।’

আগামী মাসেই অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আতিথেয়তা দেবে বাংলাদেশ। আগামী ২৯ জুলাই ঢাকায় পা রাখার কথা অ্যারন ফিঞ্চদের। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলছে অজিরা। ওই সিরিজের পরই বাংলাদেশে আসবেন তারা। 

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

জিম্বাবুয়েতে গিয়ে মত বদলালেন মুশফিক

আপডেট: ০৬:২৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগেই টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে ছুটি দেওয়ার বিষয়টিও ছিল মোটামুটি নিশ্চিত। তবে জিম্বাবুয়েতে গিয়ে নিজের মত বদলে ফেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এই সফরে টি-টোয়েন্টি খেলতে চান তিনি। 

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে এমন তথ্য জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর জৈব সুরক্ষা বলয় থেকে বের হতে চান না তিনি। কারণ এমন হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বলয়ে ঢুকে মানিয়ে নেওয়া তার জন্য কঠিন হবে বলে এখন মনে করছেন মুশফিক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এই ব্যাপারে নান্নু বলেন, ‘মুশফিক তার মত বদলেছে। সে এখন জৈব সুরক্ষা বলয়ে থাকতে চায় এবং জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলার জন্য নিজেকে উন্মুক্ত রেখেছে। সে যদি এখন ওয়ানডে খেলে জৈব সুরক্ষা বলয় থেকে বের হয়ে যায়। তাহলে তার জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বলয়ে মানিয়ে নেওয়া কঠিন হবে বলে মনে করছে।’

আগামী মাসেই অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আতিথেয়তা দেবে বাংলাদেশ। আগামী ২৯ জুলাই ঢাকায় পা রাখার কথা অ্যারন ফিঞ্চদের। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলছে অজিরা। ওই সিরিজের পরই বাংলাদেশে আসবেন তারা। 

ঢাকা/এনইউ

আরও পড়ুন: