জি-২০ সম্মেলনে যাচ্ছেন অর্থমন্ত্রী

- আপডেট: ১২:৫৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
- / ১০৩৯৫ বার দেখা হয়েছে
ভারতের গুজরাটে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শনিবার (১৫ জুলাই) অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
অর্থ মন্ত্রণালয় জানায়, জি-২০ দেশগোষ্ঠীর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের দুদিনের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৭-১৮ জুলাই ভারতের গুজরাটের গান্ধীনগরে। শিল্পোন্নত দেশগুলোর জি-২০ জোটে বাংলাদেশ সদস্য নয়। তবে শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ভারত সদস্য দেশগুলোর বাইরেও বিশ্বের বিভিন্ন অঞ্চলের নয়টি দেশকে ‘গেস্ট কান্ট্রি’ হিসাবে অন্তর্ভুক্ত করেছে।
আরও পড়ুন: আওয়ামী লীগের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক শুরু
এসব দেশের প্রতিনিধিরা জি-২০ সম্মেলনের বিভিন্ন বৈঠকে অংশ নেবেন। দক্ষিণ এশিয়া অঞ্চলে ‘গেস্ট কান্ট্রি’র মর্যাদা পেয়েছে বাংলাদেশ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করবে।
ঢাকা/এসএ