১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত ২২ কোম্পানিরই দর পতন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:২১:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১০৫৩৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়া, ছয় মাসের বেশি সময় ধরে বন্ধ থাকা এবং সম্পদের চেয়ে দায় বেশি থাকায় ২২ কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ‘জেড’ ক্যাটগরিতে স্থানান্তরিত হওয়া সকল কোম্পানির শেয়ারদর কমেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত ১৫ ফেব্রুয়ারির সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিগুলোকে ‘জেড’ ক্যাটগরিতে পাঠায় এক্সচেঞ্জ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কোম্পানিগুলো হলো- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আরামিট সিমেন্টস, আজিজ পাইপস, ডেল্টা স্পিনিং, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, জিবিবি পাওয়ার, ইনটেক, ইন্টারন্যাশনল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, কেয়া কসমেটিকস, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ন্যাশনাল টি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইনান্স, রিজেন্ট টেক্সটাইল, রেনউইক যজ্ঞেশ্বর, রিং শাইন টেক্সটাইল, সাফকো স্পিনিং, স্ট্যান্ডার্ড সিরামিক, ঢাকা ডাইং, ইউনিয়ন ক্যাপিটাল, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইয়াকিন পলিমার এবং জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ।

জিবিবি পাওয়ার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, রিজেন্ট টেক্সটাইল ও ইয়াকিন পলিমারকে ছয় মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার জন্য ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হচ্ছে।

এর মধ্যে ডেল্টা স্পিনিং, কেয়া কসমেটিকস ও উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টকে নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়া জন্য ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন: চার ব্রোকারেজ হাউজকে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আরামিট সিমেন্টস, আজিজ পাইপস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইন্টারন্যাশনল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ন্যাশনাল টি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইনান্স, রেনউইক যজ্ঞেশ্বর, রিং শাইন টেক্সটাইল, সাফকো স্পিনিং, স্ট্যান্ডার্ড সিরামিক, ঢাকা ডাইং, ইউনিয়ন ক্যাপিটাল ও জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজকে সম্পদের চেয়ে দায় বেশি থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে আনা হচ্ছে।

আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইতে লেনদেন শেষে ‘জেড’ ক্যাটগারিতে যাওয়া ২২টি কোম্পানিরই শেয়ারদর কমেছে।

এ বিষয়ে বিএসইসি ও স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি বিএসইসির জারি করা নির্দেশনায় পরবর্তী লভ্যাংশ ঘোষণার পর শর্ত পরিপালনে ব্যার্থ কোম্পানিগুলোকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের কথা বলা হয়েছে। তবে আলোচ্য ২২টি কোম্পানি গত কয়েক বছর ধরেই লভ্যাংশ দেয়নি। এ ছাড়া গত কয়েক বছরে এজিএম করেনি, ব্যবসায় ধারাবাহিক লোকসান ও উৎপাদন বন্ধ এবং দায় বাড়তে থাকায় সম্পদ কমে যাওয়াসহ বেশ কিছু কারণে তাদেরকে আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বাজার পর্যালোচনা করে দেখা যায় ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৩.০১ পয়েন্ট বা ০.৮৩ শতাংশ কমে অবস্থান করছে ৬ হাজার ২৮৩.২৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচকস ১৩.৩৮ পয়েন্ট ০.৯৬ শতাংশ কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮.৮২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৭.৭৭ পয়েন্ট ১.২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২৯.২৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৯২৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৪ কোটি ৭৩ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ২৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

ঢাকা/টিএ

শেয়ার করুন

‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত ২২ কোম্পানিরই দর পতন

আপডেট: ০৭:২১:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪

নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়া, ছয় মাসের বেশি সময় ধরে বন্ধ থাকা এবং সম্পদের চেয়ে দায় বেশি থাকায় ২২ কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ‘জেড’ ক্যাটগরিতে স্থানান্তরিত হওয়া সকল কোম্পানির শেয়ারদর কমেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত ১৫ ফেব্রুয়ারির সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিগুলোকে ‘জেড’ ক্যাটগরিতে পাঠায় এক্সচেঞ্জ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কোম্পানিগুলো হলো- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আরামিট সিমেন্টস, আজিজ পাইপস, ডেল্টা স্পিনিং, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, জিবিবি পাওয়ার, ইনটেক, ইন্টারন্যাশনল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, কেয়া কসমেটিকস, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ন্যাশনাল টি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইনান্স, রিজেন্ট টেক্সটাইল, রেনউইক যজ্ঞেশ্বর, রিং শাইন টেক্সটাইল, সাফকো স্পিনিং, স্ট্যান্ডার্ড সিরামিক, ঢাকা ডাইং, ইউনিয়ন ক্যাপিটাল, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইয়াকিন পলিমার এবং জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ।

জিবিবি পাওয়ার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, রিজেন্ট টেক্সটাইল ও ইয়াকিন পলিমারকে ছয় মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার জন্য ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হচ্ছে।

এর মধ্যে ডেল্টা স্পিনিং, কেয়া কসমেটিকস ও উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টকে নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়া জন্য ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন: চার ব্রোকারেজ হাউজকে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আরামিট সিমেন্টস, আজিজ পাইপস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইন্টারন্যাশনল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ন্যাশনাল টি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইনান্স, রেনউইক যজ্ঞেশ্বর, রিং শাইন টেক্সটাইল, সাফকো স্পিনিং, স্ট্যান্ডার্ড সিরামিক, ঢাকা ডাইং, ইউনিয়ন ক্যাপিটাল ও জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজকে সম্পদের চেয়ে দায় বেশি থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে আনা হচ্ছে।

আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইতে লেনদেন শেষে ‘জেড’ ক্যাটগারিতে যাওয়া ২২টি কোম্পানিরই শেয়ারদর কমেছে।

এ বিষয়ে বিএসইসি ও স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি বিএসইসির জারি করা নির্দেশনায় পরবর্তী লভ্যাংশ ঘোষণার পর শর্ত পরিপালনে ব্যার্থ কোম্পানিগুলোকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের কথা বলা হয়েছে। তবে আলোচ্য ২২টি কোম্পানি গত কয়েক বছর ধরেই লভ্যাংশ দেয়নি। এ ছাড়া গত কয়েক বছরে এজিএম করেনি, ব্যবসায় ধারাবাহিক লোকসান ও উৎপাদন বন্ধ এবং দায় বাড়তে থাকায় সম্পদ কমে যাওয়াসহ বেশ কিছু কারণে তাদেরকে আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বাজার পর্যালোচনা করে দেখা যায় ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৩.০১ পয়েন্ট বা ০.৮৩ শতাংশ কমে অবস্থান করছে ৬ হাজার ২৮৩.২৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচকস ১৩.৩৮ পয়েন্ট ০.৯৬ শতাংশ কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮.৮২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৭.৭৭ পয়েন্ট ১.২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২৯.২৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৯২৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৪ কোটি ৭৩ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ২৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

ঢাকা/টিএ