০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪

জ্বর কমলেও প্রথম ম্যাচে খেলবেন না লিটন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • / ১০২৮৬ বার দেখা হয়েছে

এশিয়া কাপ শুরুর আগে বড় ধাক্কা খেলো বাংলাদেশ। জ্বরের কারণে লিটন দলের সঙ্গী হতে পারেননি। জ্বর কিছুটা কমলেও শারীরিক দুর্বলতা রয়ে গেছে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না এই ওপেনার। তামিম ইকবাল না থাকায় ওপেনিংয়ে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন তিনি। ডানহাতি এই ওপেনার না থাকায় ওপেনিংয়ে দুই তরুণ নাঈম শেখ ও তানজীদ হাসান তামিমের ওপর ভরসা করতে হচ্ছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজকালকের মধ্যে লিটন শ্রীলঙ্কা গেলেও প্রথম ম্যাচে খেলা হচ্ছে না তার। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এ ব্যাপারে বলেছেন, ‘লিটন একটু একটু করে উন্নতি করছে। দুই একদিন সময় লাগবে। প্রথম ম্যাচটা মিস করবে। ওর কোনও বিকল্প নিয়ে ভাবছি না। আল্লাহর রহমতে সুস্থ হচ্ছে। জ্বর কমছে।’

প্রথম ম্যাচে খেলতে না পারলেও লিটনের বিকল্প  নিয়ে ভাবছে না বিসিবি, বললেন নান্নু, ‘আকস্মিকভাবে অসুস্থ হয়ে গেছে (লিটন)। আর বিকল্প হিসেবে সাইফেরও (হাসান) ডেঙ্গু পজিটিভ। এই কদিনের জন্য আর বিকল্প দেখছি না।’

আরও পড়ুন: এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে যেসব আয়োজন থাকছে

পাল্লেকেলেতে আগামী ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলতে পাকিস্তানে যাবে।

‘বি’ গ্রুপের সেরা দুই দলের মধ্যে থাকতে পারলেই সুপার ফোরে পৌঁছে যাবে বাংলাদেশ। সুপার ফোরে উঠলে তারা তিনটি ম্যাচ খেলবে। সেখান থেকে লড়াই করে সেরা দুই দলের মধ্যে থাকতে পারলেই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরে উঠতে পারলে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু হবে কলম্বো ও লাহোর। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৭ সেপ্টেম্বর কলম্বোতে।

ঢাকা/এসএম

ট্যাগঃ

শেয়ার করুন

x

জ্বর কমলেও প্রথম ম্যাচে খেলবেন না লিটন

আপডেট: ০৬:৪৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

এশিয়া কাপ শুরুর আগে বড় ধাক্কা খেলো বাংলাদেশ। জ্বরের কারণে লিটন দলের সঙ্গী হতে পারেননি। জ্বর কিছুটা কমলেও শারীরিক দুর্বলতা রয়ে গেছে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না এই ওপেনার। তামিম ইকবাল না থাকায় ওপেনিংয়ে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন তিনি। ডানহাতি এই ওপেনার না থাকায় ওপেনিংয়ে দুই তরুণ নাঈম শেখ ও তানজীদ হাসান তামিমের ওপর ভরসা করতে হচ্ছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজকালকের মধ্যে লিটন শ্রীলঙ্কা গেলেও প্রথম ম্যাচে খেলা হচ্ছে না তার। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এ ব্যাপারে বলেছেন, ‘লিটন একটু একটু করে উন্নতি করছে। দুই একদিন সময় লাগবে। প্রথম ম্যাচটা মিস করবে। ওর কোনও বিকল্প নিয়ে ভাবছি না। আল্লাহর রহমতে সুস্থ হচ্ছে। জ্বর কমছে।’

প্রথম ম্যাচে খেলতে না পারলেও লিটনের বিকল্প  নিয়ে ভাবছে না বিসিবি, বললেন নান্নু, ‘আকস্মিকভাবে অসুস্থ হয়ে গেছে (লিটন)। আর বিকল্প হিসেবে সাইফেরও (হাসান) ডেঙ্গু পজিটিভ। এই কদিনের জন্য আর বিকল্প দেখছি না।’

আরও পড়ুন: এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে যেসব আয়োজন থাকছে

পাল্লেকেলেতে আগামী ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলতে পাকিস্তানে যাবে।

‘বি’ গ্রুপের সেরা দুই দলের মধ্যে থাকতে পারলেই সুপার ফোরে পৌঁছে যাবে বাংলাদেশ। সুপার ফোরে উঠলে তারা তিনটি ম্যাচ খেলবে। সেখান থেকে লড়াই করে সেরা দুই দলের মধ্যে থাকতে পারলেই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরে উঠতে পারলে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু হবে কলম্বো ও লাহোর। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৭ সেপ্টেম্বর কলম্বোতে।

ঢাকা/এসএম