০৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

জ্যাকলিনের জন্য পশু হাসপাতাল বানাচ্ছেন সুকেশ!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৪১০ বার দেখা হয়েছে

বহুল আলোচিত ২০০ কোটি রুপি প্রতারণা মামলায় ‘প্রতারক’ সুকেশ চন্দ্র শেখরের সঙ্গে নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের। এই মামলায় আপাতত দিল্লির তিহার জেলেই দিন কাটছে সুকেশের। তবে জ্যাকলিনকে যেন তিনি কোনোভাবেই ভুলতে পারছেন না। জেলে থেকেই ভালোবাসার মানুষকে একের পর এক চিঠি লিখে চলেছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এবার তিনি জ্যাকলিনকে লেখা চিঠিতে দাবি করেছেন, বেঙ্গালুরুতে পশুদের জন্য সুপার স্পেশালিটি পূর্ণাঙ্গ, বিশ্বমানের হাসপাতাল বানাচ্ছেন তিনি। হাসপাতালটির আয়তন ২৫,০০০ বর্গফুট এবং যেটি তৈরির বাজেট ২৫ কোটি রুপি। জ্যাকলিনের প্রতি ভালোবাসা থেকেই এই হাসপাতাল বানাচ্ছেন বলে দাবি করেছেন সুকেশ।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জ্যাকলিনের উদ্দেশ্যে লেখা চিঠিতে তাকে ‘মাই বেবি ডল’ সম্বোধন করে সুকেশ দাবি করেছেন, ‘এই হাসপাতালটি পশুদের প্রতি তোমার ভালোবাসা উপলব্ধি করাবে। এটি সমগ্র এশিয়ায় মধ্যে সেরা একটি হাসপাতাল হবে, যেমনটা তুমি কল্পনা করেছিলে। আমার দল সবকিছু দেখছে। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর হাসপাতাল নির্মাণের কাজ শুরু হবে, যেদিনটি তোমার জন্মদিন মাই বেবি।’

সুকেশ দাবি করেছেন, দক্ষিণ ভারতের সব থেকে শীর্ষ পরিকাঠামো দেয়া হবে এই হাসপাতালকে। সংযুক্ত আরব আমিরাতে আরও একটি হাসপাতাল তৈরি করা হবে। যাতে হাসপাতাল নির্মাণের কাজ শুরু করতে দেরি না হয়, সেজন্য অগ্রিম টাকাও দেয়া হয়ে গেছে। সমস্ত সরঞ্জাম জার্মানি থেকে আমদানি করা হবে। হাসপাতালের থিম হবে সাদা ও গোলাপী।

চিঠিতে তিনি আরও বলেছেন, আমাদের দেশের সেরা পশু চিকিৎসকরা সেই হাসপাতালে থাকবেন। সমস্ত চিকিৎসা ও সার্জারি বিনামূল্যে দেয়া হবে, ঠিক যেমন তুমি চেয়েছিলে আমার রানি। আমি আশা রাখি এটা তোমার মুখে হাসি ফোটাবে। তোমার হাসি ও ভালোবাসা এই পর্যায়ে আমাকে শক্তি দেয়। বেবি, ইউএসএ-তে ভারতীয় প্যারেডে তোমাকে অত্যাশ্চর্য লাগছিল আর তাতে আমি আবারও তোমার প্রেমে পড়েছি।

 আরও পড়ুন: বাংলাদেশি ছবিতে চুক্তিবদ্ধ হলেন স্বস্তিকা

প্রসঙ্গত, ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় আপাতত তিহার জেলেই রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। ইডি-র চার্জশিটে জানা গেছে জ্যাকলিনকে বিভিন্ন সময় বহুমূল্য উপহার দিয়েছেন সুকেশ। সেই উপহারে রয়েছে গুচির ব্যাগ, জামা, হিরার গয়না, লুই ভুতোঁর এক জোড়া জুতা, দুই জোড়া হীরার কানের দুল এবং বহু রঙের পাথরের একটি ব্রেসলেট, দুটি হার্মিসের ব্রেসলেট। এমনকি একটা মিনি কুপার গাড়িও দিয়েছিলেন সুকেশ, যদিও সেটা নাকি জ্যাকলিন ফেরত দেন।

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

জ্যাকলিনের জন্য পশু হাসপাতাল বানাচ্ছেন সুকেশ!

আপডেট: ১২:৫৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

বহুল আলোচিত ২০০ কোটি রুপি প্রতারণা মামলায় ‘প্রতারক’ সুকেশ চন্দ্র শেখরের সঙ্গে নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের। এই মামলায় আপাতত দিল্লির তিহার জেলেই দিন কাটছে সুকেশের। তবে জ্যাকলিনকে যেন তিনি কোনোভাবেই ভুলতে পারছেন না। জেলে থেকেই ভালোবাসার মানুষকে একের পর এক চিঠি লিখে চলেছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এবার তিনি জ্যাকলিনকে লেখা চিঠিতে দাবি করেছেন, বেঙ্গালুরুতে পশুদের জন্য সুপার স্পেশালিটি পূর্ণাঙ্গ, বিশ্বমানের হাসপাতাল বানাচ্ছেন তিনি। হাসপাতালটির আয়তন ২৫,০০০ বর্গফুট এবং যেটি তৈরির বাজেট ২৫ কোটি রুপি। জ্যাকলিনের প্রতি ভালোবাসা থেকেই এই হাসপাতাল বানাচ্ছেন বলে দাবি করেছেন সুকেশ।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জ্যাকলিনের উদ্দেশ্যে লেখা চিঠিতে তাকে ‘মাই বেবি ডল’ সম্বোধন করে সুকেশ দাবি করেছেন, ‘এই হাসপাতালটি পশুদের প্রতি তোমার ভালোবাসা উপলব্ধি করাবে। এটি সমগ্র এশিয়ায় মধ্যে সেরা একটি হাসপাতাল হবে, যেমনটা তুমি কল্পনা করেছিলে। আমার দল সবকিছু দেখছে। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর হাসপাতাল নির্মাণের কাজ শুরু হবে, যেদিনটি তোমার জন্মদিন মাই বেবি।’

সুকেশ দাবি করেছেন, দক্ষিণ ভারতের সব থেকে শীর্ষ পরিকাঠামো দেয়া হবে এই হাসপাতালকে। সংযুক্ত আরব আমিরাতে আরও একটি হাসপাতাল তৈরি করা হবে। যাতে হাসপাতাল নির্মাণের কাজ শুরু করতে দেরি না হয়, সেজন্য অগ্রিম টাকাও দেয়া হয়ে গেছে। সমস্ত সরঞ্জাম জার্মানি থেকে আমদানি করা হবে। হাসপাতালের থিম হবে সাদা ও গোলাপী।

চিঠিতে তিনি আরও বলেছেন, আমাদের দেশের সেরা পশু চিকিৎসকরা সেই হাসপাতালে থাকবেন। সমস্ত চিকিৎসা ও সার্জারি বিনামূল্যে দেয়া হবে, ঠিক যেমন তুমি চেয়েছিলে আমার রানি। আমি আশা রাখি এটা তোমার মুখে হাসি ফোটাবে। তোমার হাসি ও ভালোবাসা এই পর্যায়ে আমাকে শক্তি দেয়। বেবি, ইউএসএ-তে ভারতীয় প্যারেডে তোমাকে অত্যাশ্চর্য লাগছিল আর তাতে আমি আবারও তোমার প্রেমে পড়েছি।

 আরও পড়ুন: বাংলাদেশি ছবিতে চুক্তিবদ্ধ হলেন স্বস্তিকা

প্রসঙ্গত, ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় আপাতত তিহার জেলেই রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। ইডি-র চার্জশিটে জানা গেছে জ্যাকলিনকে বিভিন্ন সময় বহুমূল্য উপহার দিয়েছেন সুকেশ। সেই উপহারে রয়েছে গুচির ব্যাগ, জামা, হিরার গয়না, লুই ভুতোঁর এক জোড়া জুতা, দুই জোড়া হীরার কানের দুল এবং বহু রঙের পাথরের একটি ব্রেসলেট, দুটি হার্মিসের ব্রেসলেট। এমনকি একটা মিনি কুপার গাড়িও দিয়েছিলেন সুকেশ, যদিও সেটা নাকি জ্যাকলিন ফেরত দেন।

ঢাকা/এসএম