টঙ্গীতে তুলার গোডাউনে আগুন

- আপডেট: ০৫:৩৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১০৪১৪ বার দেখা হয়েছে
গাজীপুরের মিল গেট এলাকার একটি তুলার গোডাউনে বিকেল ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ৩টার দিকে টঙ্গী মিল গেট এলাকায় এ ঘটনা ঘটে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেল ৩টার দিকে টঙ্গী মিল গেট এলাকার ওই তুলার গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় গোডাউন ও আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু ততক্ষণে আগুনের ভয়াবহতা বাড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা তৎপরতা চালিয়ে বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: সরকার সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না: আইনমন্ত্রী
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ঢাকা পোস্টকে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।
ঢাকা/কেএ