টনি হেমিং বিসিবির নতুন কিউরেটর

- আপডেট: ০৩:৪৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ১০৪১৪ বার দেখা হয়েছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টনি হেমিংকে নতুন কিউরেটর হিসেবে নিয়োগ দিয়েছে। এক মিডিয়া বার্তায় বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিসিবির সঙ্গে কিউরেটর হিসেবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন হেমিং। তার ক্রিকেট টার্ফ ও মাটি প্রস্তুত বিষয়ে দীর্ঘ অভিজ্ঞা রয়েছে বলে জানিয়েছে বোর্ড।
হেমিং পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক ক্রিকেটের মাটি বিষয়ক উপদেষ্টা ও পরামর্শক ছিলেন। আইসিসি ক্রিকেট একাডেম ও দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের হেড কিউরেটর ছিলেন তিনি।
আরও পড়ুন: মায়ামিতে দারুণ কিছুর প্রত্যাশা মেসির
এছাড়া ওমান ক্রিকেট একাডেমির আইসিসির পিচ বিষয়ক পরামর্শ ছিলেন। পার্থের অপটাস স্টেডিয়ামের এরিনা ম্যানেজার, আইসিসি ক্রিকেট একাডেমির আন্তর্জাতিক উপস্থাপক ও শিক্ষাবিদ এবং সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
ঢাকা/এসএ