০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪

টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
  • / ৪১৪২ বার দেখা হয়েছে

বিশ্বকাপের ১৯তম ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ড। দুই দলেরই এটি চতুর্থ ম্যাচ। গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ডাচরা। আজ শনিবার (২১ অক্টোবর) লক্ষনৌতে বাংলাদেশ সময় বেলা ১১টায় মাঠে গড়াবে ম্যাচটি।

চলমান বিশ্বকাপে শ্রীলঙ্কাই একমাত্র দেশ যারা এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। সে তুলনায় অনেকটা নিশ্চিন্ত নেদারল্যান্ডস।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

তিন ম্যাচ খেলের এরই মধ্যে একটা জয় পেয়েছে দলটি। যেনতেন জয় নয়, শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তারা পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানকে উন্নত করেছে। পয়েন্ট টেবিলে উঠে এসেছে অষ্টম স্থানে, আর শ্রীলঙ্কা সবার নিচে।

দুই দলের পরিসংখ্যানে শ্রীলঙ্কা নিরঙ্কুশ ফেভারিট। নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের দলীয় সর্বোচ্চ রান ৪৪৩/৯ রেকর্ডের পাতায় স্থান করে নিয়েছে। দলীয় সর্বোচ্চ রানের তালিকায় চতুর্থ স্থানে এটি। তবে এ ঘটনা এখন অতীত। ২০০৬ সালে এ কীর্তি গড়েছিল শ্রীলঙ্কা।

আজ নেদারল্যান্ডসের বাস ডি লিডির সামনে একটা রেকর্ডের হাতছানি এ ম্যাচে। এ পর্যন্ত ৭ উইকেট পেয়েছেন তিনি। এ ম্যাচে অথবা টুর্নামেন্টে আর চার উইকেট পেলে নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারের কৃতিত্ব গড়বেন। বর্তমানে এ কীর্তি তারই বাবা টিম ডি লিডির। ১১ উইকেট নিয়ে শীর্ষে তিনি।

আরও পড়ুন: ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ টিভিতে খেলার সূচি 

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, চামিকা করুনারত্নে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা ও দিলশান মাদুশঙ্কা।

নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, লোগান ভ্যান, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকেরেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

আপডেট: ১১:১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩

বিশ্বকাপের ১৯তম ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ড। দুই দলেরই এটি চতুর্থ ম্যাচ। গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ডাচরা। আজ শনিবার (২১ অক্টোবর) লক্ষনৌতে বাংলাদেশ সময় বেলা ১১টায় মাঠে গড়াবে ম্যাচটি।

চলমান বিশ্বকাপে শ্রীলঙ্কাই একমাত্র দেশ যারা এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। সে তুলনায় অনেকটা নিশ্চিন্ত নেদারল্যান্ডস।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

তিন ম্যাচ খেলের এরই মধ্যে একটা জয় পেয়েছে দলটি। যেনতেন জয় নয়, শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তারা পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানকে উন্নত করেছে। পয়েন্ট টেবিলে উঠে এসেছে অষ্টম স্থানে, আর শ্রীলঙ্কা সবার নিচে।

দুই দলের পরিসংখ্যানে শ্রীলঙ্কা নিরঙ্কুশ ফেভারিট। নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের দলীয় সর্বোচ্চ রান ৪৪৩/৯ রেকর্ডের পাতায় স্থান করে নিয়েছে। দলীয় সর্বোচ্চ রানের তালিকায় চতুর্থ স্থানে এটি। তবে এ ঘটনা এখন অতীত। ২০০৬ সালে এ কীর্তি গড়েছিল শ্রীলঙ্কা।

আজ নেদারল্যান্ডসের বাস ডি লিডির সামনে একটা রেকর্ডের হাতছানি এ ম্যাচে। এ পর্যন্ত ৭ উইকেট পেয়েছেন তিনি। এ ম্যাচে অথবা টুর্নামেন্টে আর চার উইকেট পেলে নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারের কৃতিত্ব গড়বেন। বর্তমানে এ কীর্তি তারই বাবা টিম ডি লিডির। ১১ উইকেট নিয়ে শীর্ষে তিনি।

আরও পড়ুন: ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ টিভিতে খেলার সূচি 

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, চামিকা করুনারত্নে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা ও দিলশান মাদুশঙ্কা।

নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, লোগান ভ্যান, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকেরেন।

ঢাকা/এসএ