১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

টাকা ছাপিয়ে ১২ ব্যাংককে সাড়ে ৫২ হাজার কোটি টাকা ঋণ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / ১০৪৭৯ বার দেখা হয়েছে

দুর্বল ১২ টি ব্যাংকের জন্য টাকা ছাপিয়ে এখন পর্যন্ত সাড়ে ৫২ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ শনিবার (২৮ জুন) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গ্রাহকদের আমানত ফেরত দিতে ডিমান্ড লোনের মাধ্যমে ১০টি ব্যাংক পেয়েছে ৩৩ হাজার কোটি টাকার বেশি। একই সঙ্গে ৯টি ব্যাংকের চলতি হিসাবের ঘাটতির ১৯ হাজার কোটি টাকাও ডিমান্ড লোনে রূপান্তর করা হয়েছে।

সবচেয়ে বেশি ঋণ নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যার পরিমাণ ১৪ হাজার ২০০ কোটি টাকা। এরপর রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। এছাড়া তালিকায় আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, এবি ব্যাংক, বিসিবিএল, আইসিবি, বেসিক ব্যাংক এবং পদ্মা ব্যাংক।

আরও পড়ুন: আজও অবরুদ্ধ এনবিআর, প্রধান ফটকের সামনেই চলছে শাটডাউন কর্মসূচি

এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একাধিকবার বলেছিলেন, কোনো ব্যাংককেই টাকা ছাপিয়ে ঋণ দেয়া হবে না। কিন্তু বাস্তবে সেই নীতি কার্যকর হয়নি। এ নিয়ে প্রশ্ন উঠলেও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে, পরিস্থিতির বাস্তবতা বিবেচনায় এ সহায়তা অব্যাহত রাখা হয়েছে।

এই প্রেক্ষাপটে, দুর্বল ব্যাংকগুলোর মধ্যে প্রথম ধাপে ৬টি প্রতিষ্ঠানকে একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে একীভূতকরণের প্রস্তাবে অসম্মতি জানিয়েছে এই তালিকায় থাকা এক্সিম ব্যাংক লিমিটেড।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

টাকা ছাপিয়ে ১২ ব্যাংককে সাড়ে ৫২ হাজার কোটি টাকা ঋণ

আপডেট: ০১:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

দুর্বল ১২ টি ব্যাংকের জন্য টাকা ছাপিয়ে এখন পর্যন্ত সাড়ে ৫২ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ শনিবার (২৮ জুন) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গ্রাহকদের আমানত ফেরত দিতে ডিমান্ড লোনের মাধ্যমে ১০টি ব্যাংক পেয়েছে ৩৩ হাজার কোটি টাকার বেশি। একই সঙ্গে ৯টি ব্যাংকের চলতি হিসাবের ঘাটতির ১৯ হাজার কোটি টাকাও ডিমান্ড লোনে রূপান্তর করা হয়েছে।

সবচেয়ে বেশি ঋণ নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যার পরিমাণ ১৪ হাজার ২০০ কোটি টাকা। এরপর রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। এছাড়া তালিকায় আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, এবি ব্যাংক, বিসিবিএল, আইসিবি, বেসিক ব্যাংক এবং পদ্মা ব্যাংক।

আরও পড়ুন: আজও অবরুদ্ধ এনবিআর, প্রধান ফটকের সামনেই চলছে শাটডাউন কর্মসূচি

এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একাধিকবার বলেছিলেন, কোনো ব্যাংককেই টাকা ছাপিয়ে ঋণ দেয়া হবে না। কিন্তু বাস্তবে সেই নীতি কার্যকর হয়নি। এ নিয়ে প্রশ্ন উঠলেও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে, পরিস্থিতির বাস্তবতা বিবেচনায় এ সহায়তা অব্যাহত রাখা হয়েছে।

এই প্রেক্ষাপটে, দুর্বল ব্যাংকগুলোর মধ্যে প্রথম ধাপে ৬টি প্রতিষ্ঠানকে একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে একীভূতকরণের প্রস্তাবে অসম্মতি জানিয়েছে এই তালিকায় থাকা এক্সিম ব্যাংক লিমিটেড।

ঢাকা/এসএইচ