‘টেকসই অর্থনীতি গড়তে সমাজের পিছিয়ে পড়াদের নিয়ে কাজ করতে হবে’

- আপডেট: ০১:৫০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- / ১০৪৫১ বার দেখা হয়েছে
দেশের পুঁজিবাজারে নারীদের অংশগ্রহণ ২৫ শতাংশ। এছাড়া নীলফামারীসহ অনেক জেলার বিনিয়োগকারীদের একেবারেই অংশগ্রহণ নেই। এদেরকে বাজারে আনতে হবে। টেকসই অর্থনীতি গড়তে সমাজের পিছিয়ে পড়াদের নিয়ে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. আব্দুল হালিম।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: পুঁজিবাজারে স্বচ্ছতার জন্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: শেখ শামসুদ্দিন
কমিশনার মো. আব্দুল হালিম বলেন, যেসব জেলার মানুষেরা এখনো পুঁজিবাজারে আসেনি তাদেরকে আনতে হবে। পাশাপাশি নারী বিনিয়োগকারীদের সংখ্যা বাড়াতে হবে।
ঢাকা/এসএ