১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

টেকসই আর্থিক প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে ১০ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / ১০৩৪০ বার দেখা হয়েছে

বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের সাসটেইনেবল ফাইন্যান্স রিপোর্টে দেশের ১০টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং দুটি আর্থিক প্রতিষ্ঠানকে টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পরিবেশবান্ধব অর্থায়ন, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা এবং টেকসই ব্যাংকিং কার্যক্রমের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানাগেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

২০২৪ সালের তালিকায় স্থান পাওয়া ১০টি ব্যাংক হলো— ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক।

এরমধ্যে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও প্রাইম ব্যাংক আগের বছরের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। তবে, গত বছরের তালিকায় থাকা এক্সিম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউসিবি ও উত্তরা ব্যাংক এবারের তালিকা থেকে বাদ পড়েছে।

এছাড়া, আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে টানা দ্বিতীয়বারের মতো তালিকায় জায়গা করে নিয়েছে আইডিএলসি ফাইন্যান্স এবং আইপিডিসি ফাইন্যান্স।

বাংলাদেশ ব্যাংক পাঁচটি সূচকের ভিত্তিতে এ রেটিং করে— সাসটেইনেবল ফাইন্যান্স ইনডেক্স,করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) কার্যক্রম, সবুজ প্রকল্পে অর্থায়ন, কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি ইনডেক্স, ব্যাংকিং সার্ভিসেস কাভারেজ।

আরও পড়ুন: বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত এনবিআরের আরও ৭ কর্মকর্তা-কর্মচারী

এরমধ্যে কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি এবং ব্যাংকিং সার্ভিসেস কাভারেজ সূচকের সম্মিলিত ওজনই মোট স্কোরের প্রায় ৬০ শতাংশ।

মূল্যায়নের সময় আরও যেসব বিষয় বিবেচনায় আনা হয় তা হলো— নিট খেলাপি ঋণের হার, টায়ার-১ মূলধনের অনুপাত, ঝুঁকিভিত্তিক সম্পদ, প্রভিশন মেইনটেন্যান্স, CMSME খাতে ঋণ বিতরণ, বড় ঋণের এক্সপোজার, শাখা সংখ্যা, এজেন্ট ব্যাংকিং আউটলেট ও হিসাব সংখ্যা।

বাংলাদেশ ব্যাংক ২০২০ সালে প্রথমবারের মতো সাসটেইনেবিলিটি রেটিং সিস্টেম চালু করে। এর লক্ষ্য ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ডে পরিবেশগত, সামাজিক ও প্রশাসনিক (ESG) বিষয়গুলোর অন্তর্ভুক্তি নিশ্চিত করে একটি টেকসই আর্থিক কাঠামো গড়ে তোলা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

টেকসই আর্থিক প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে ১০ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান

আপডেট: ১১:৪৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের সাসটেইনেবল ফাইন্যান্স রিপোর্টে দেশের ১০টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং দুটি আর্থিক প্রতিষ্ঠানকে টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পরিবেশবান্ধব অর্থায়ন, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা এবং টেকসই ব্যাংকিং কার্যক্রমের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানাগেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

২০২৪ সালের তালিকায় স্থান পাওয়া ১০টি ব্যাংক হলো— ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক।

এরমধ্যে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও প্রাইম ব্যাংক আগের বছরের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। তবে, গত বছরের তালিকায় থাকা এক্সিম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউসিবি ও উত্তরা ব্যাংক এবারের তালিকা থেকে বাদ পড়েছে।

এছাড়া, আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে টানা দ্বিতীয়বারের মতো তালিকায় জায়গা করে নিয়েছে আইডিএলসি ফাইন্যান্স এবং আইপিডিসি ফাইন্যান্স।

বাংলাদেশ ব্যাংক পাঁচটি সূচকের ভিত্তিতে এ রেটিং করে— সাসটেইনেবল ফাইন্যান্স ইনডেক্স,করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) কার্যক্রম, সবুজ প্রকল্পে অর্থায়ন, কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি ইনডেক্স, ব্যাংকিং সার্ভিসেস কাভারেজ।

আরও পড়ুন: বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত এনবিআরের আরও ৭ কর্মকর্তা-কর্মচারী

এরমধ্যে কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি এবং ব্যাংকিং সার্ভিসেস কাভারেজ সূচকের সম্মিলিত ওজনই মোট স্কোরের প্রায় ৬০ শতাংশ।

মূল্যায়নের সময় আরও যেসব বিষয় বিবেচনায় আনা হয় তা হলো— নিট খেলাপি ঋণের হার, টায়ার-১ মূলধনের অনুপাত, ঝুঁকিভিত্তিক সম্পদ, প্রভিশন মেইনটেন্যান্স, CMSME খাতে ঋণ বিতরণ, বড় ঋণের এক্সপোজার, শাখা সংখ্যা, এজেন্ট ব্যাংকিং আউটলেট ও হিসাব সংখ্যা।

বাংলাদেশ ব্যাংক ২০২০ সালে প্রথমবারের মতো সাসটেইনেবিলিটি রেটিং সিস্টেম চালু করে। এর লক্ষ্য ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ডে পরিবেশগত, সামাজিক ও প্রশাসনিক (ESG) বিষয়গুলোর অন্তর্ভুক্তি নিশ্চিত করে একটি টেকসই আর্থিক কাঠামো গড়ে তোলা।

ঢাকা/এসএইচ