টেস্টকে বিদায় বললেন ফাফ দু প্লেসি

- আপডেট: ০১:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৩৭৫ বার দেখা হয়েছে
ক্রিকেটের সবচেয়ে মর্যাদাকর সংস্করণ টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসি। সীমিত ওভারের ক্রিকেট খেলে যাবেন তিনি। ৩৬ বছর বয়সী এই প্রোটিয়া ক্রিকেটারের টেস্ট অভিষেক ঘটে ২০১২-১৩ মৌসুমে। এখন পর্যন্ত ৬৯ টেস্ট খেলে রয়েছে ১০টি সেঞ্চুরি ও ২১টি হাফসেঞ্চুরি।
ইন্সটাগ্রামে টেস্টকে বিদায় জানিয়ে দু প্লেসি বলেছেন, মনে হয়েছে নতুন অধ্যায় শুরু করতে এটাই সঠিক সময়। নিজের দেশের হয়ে সব ফরম্যাটে খেলতে পারাটা ছিল গর্বের বিষয়। কিন্তু টেস্টকে বিদায় বলার সময় হয়ে গেছে।
টেস্টকে বিদায় বললেও ১৪৩ ওয়ানডে ও ৫০ টি টোয়েন্টি খেলা দু প্লেসি সংক্ষিপ্ত ফরম্যাটে ক্রিকেট খেলে যাবেন। এমনকি ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে আছেন তিনি।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ নিয়ে আমি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে পরবর্তী কয়েক মাস আলোচনা চালিয়ে যাবো। সেখানেই বোঝা যাবে আমার ভবিষ্যৎটা কেমন হবে।