০৪:১০ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
  • / ৪২২৩ বার দেখা হয়েছে

নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন কেন উইলিয়ামসন। তবে টেস্ট খেলে যাবেন নিয়মিতই। তার জায়গায় দায়িত্ব নিচ্ছেন পেসার টিম সাউদি। 

৬ বছর সাদা পোশাকে কিউইদের নেতৃত্ব দিয়েছেন কেন। জিতেছেন টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আসরের শিরোপা। টেস্ট নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে, টি-টোয়েন্টির অধিনায়কত্ব চালিয়ে যাবেন তিনি। নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে কেন বলেছেন, ‘ব্ল্যাকক্যাপসদের টেস্ট দলের নেতৃত্ব দেওয়াটা আমার জন্য বিশেষ সম্মানের।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নেতৃত্ব ছাড়ার পেছনে বাড়তি চাপকেই সামনে এনেছেন তিনি। তার কথাতেও মিলেছে তার ইঙ্গিত, ‘অধিনায়কত্ব করা মানে মাঠ ও মাঠের বাইরে অনেক চাপ। আমার মনে হচ্ছে ক্যারিয়ারের এই পর্যায়ে এমন সিদ্ধান্ত নেওয়াটাই সঠিক। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে মনে হচ্ছে এখন শুধু সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব করা যুক্তিযুক্ত। যেহেতু দুই বছরে দুটি বিশ্বকাপ আছে।’

ব্র্যান্ডন ম্যাককালাম থেকে অধিনায়কত্ব পাওয়ার পর উইলিয়ামসন দলকে ৪০ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে জয় ২২টি, হার ১০টি ও ড্র ৮টিতে। অধিনায়ক হিসেবে ৫৭ গড়ে ১১ সেঞ্চুরি করেছেন। যা কিউইদের জন্য রেকর্ড। এখন সাউদি নিউজিল্যান্ডের ৩১তম টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। 

আরও পড়ুনঃটিভিতে আজ দেখবেন যেসব খেলা

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন

আপডেট: ১২:০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২

নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন কেন উইলিয়ামসন। তবে টেস্ট খেলে যাবেন নিয়মিতই। তার জায়গায় দায়িত্ব নিচ্ছেন পেসার টিম সাউদি। 

৬ বছর সাদা পোশাকে কিউইদের নেতৃত্ব দিয়েছেন কেন। জিতেছেন টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আসরের শিরোপা। টেস্ট নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে, টি-টোয়েন্টির অধিনায়কত্ব চালিয়ে যাবেন তিনি। নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে কেন বলেছেন, ‘ব্ল্যাকক্যাপসদের টেস্ট দলের নেতৃত্ব দেওয়াটা আমার জন্য বিশেষ সম্মানের।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নেতৃত্ব ছাড়ার পেছনে বাড়তি চাপকেই সামনে এনেছেন তিনি। তার কথাতেও মিলেছে তার ইঙ্গিত, ‘অধিনায়কত্ব করা মানে মাঠ ও মাঠের বাইরে অনেক চাপ। আমার মনে হচ্ছে ক্যারিয়ারের এই পর্যায়ে এমন সিদ্ধান্ত নেওয়াটাই সঠিক। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে মনে হচ্ছে এখন শুধু সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব করা যুক্তিযুক্ত। যেহেতু দুই বছরে দুটি বিশ্বকাপ আছে।’

ব্র্যান্ডন ম্যাককালাম থেকে অধিনায়কত্ব পাওয়ার পর উইলিয়ামসন দলকে ৪০ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে জয় ২২টি, হার ১০টি ও ড্র ৮টিতে। অধিনায়ক হিসেবে ৫৭ গড়ে ১১ সেঞ্চুরি করেছেন। যা কিউইদের জন্য রেকর্ড। এখন সাউদি নিউজিল্যান্ডের ৩১তম টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। 

আরও পড়ুনঃটিভিতে আজ দেখবেন যেসব খেলা

ঢাকা/এসএম