ট্রাস্ট ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ডের অনুমোদন

- আপডেট: ০৭:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
- / ১০৭৯৭ বার দেখা হয়েছে
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ৪০০ কোটি টাকা মূল্যের বন্ডের অনুমোদন দিয়েছে।
আজ বুধবার (২১ডিসেম্বর) বিএসইসি’র ৮৪৮তম সভায় ব্যাংকটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র অনুসারে, অনুমোদিত বন্ডটি নন-কনভার্টেবল, আনসিকিউরড এবং ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড। এ বন্ডটির রেঞ্জ অফ ক্যুপন রেট ৬ শতাংশ থেকে ৯ শতাংশ। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে।
উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ট্রাস্ট ব্যাংকের টিয়ার-২ মূলধন ভিত্তিকে শক্তিশালী করা হবে।
আরও পড়ুন: ইউসিবির ১ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন
আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে আছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। এর অ্যারেন্জারের দায়িত্ব পালন করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড।
এছাড়াও আলোচিত বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ বোর্ডে তালিকাভুক্ত হবে।
ঢাকা/টিএ