ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি আগামীকাল শুরু

- আপডেট: ০৩:২০:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
- / ১০৩৮৭ বার দেখা হয়েছে
আগামী ১৭ জুন উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। আসন্ন ঈদকে সামনে রেখে ট্রেনের ফিরতি যাত্রার আসনের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। প্রতিবারের মতো এবারও বিশেষ ব্যবস্থায় পাঁচ দিনের ফিরতি ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করা হবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সোমবার (১০ জুন) থেকে ঈদের এই ফিরতি ট্রেন যাত্রার টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।
সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এসব তথ্য জানা গেছে।
আরও পড়ুন: এমপি আনার হত্যা: সিয়ামকে নিয়ে অভিযান চালিয়ে হাড়গোড় উদ্ধার
কর্ম পরিকল্পনায় বলা হয়েছে, ১০ জুন থেকে ফিরতি যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন দুপুর ২টায় বিক্রি করা হবে।
আরও বলা হয়েছে, ঈদের পরে আন্তঃনগর ট্রেনের ২০ জুনের আসন বিক্রি হবে ১০ জুন; ২১ জুনের আসন বিক্রি হবে ১১ জুন; ২২ জুনের আসন বিক্রি হবে ১২ জুন; ২৩ জুনের আসন বিক্রি হবে ১৩ জুন ও ২৪ জুনের আসন বিক্রি হবে ১৪ জুন।
ঢাকা/এসএইচ