ডিএমপির পাঁচ কর্মকর্তাকে বদলি

- আপডেট: ১০:৪৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
- / ১০৪৭৭ বার দেখা হয়েছে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন, সশস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন এবং শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তা।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বদলি করা হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক এস এম আবু ফরহাদকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে বদলি করা হয়েছে।
অপর এক আদেশে লাইনওআরের সশস্ত্র পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলামকে বদলি করা হয়েছে পিওএম-উত্তর বিভাগে।
একইদিন পৃথক আরেক আদেশে ট্রাফিক-রমনা বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মোহাম্মদ তারিকুল আলমকে ট্রাফিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে বদলি করা হয়েছে। এছাড়াও পরিবহন বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীনকে ট্রাফিক-রমনা বিভাগে ও লাইনওআরের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. মশিউর রহমানকে ট্রাফিক-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।
আরও পড়ুনঃকেমন যাবে আজকের দিন জেনে নিন রাশিফলে