ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

- আপডেট: ০৬:৪৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
- / ১০৪০৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার গোলাম ফারুকের সঙ্গে আলোচনা করতে ডিএমপিতে গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা সেখানে যান বলে জানান বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিএনপির প্রতিনিধি আছেন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, এ জে মোহাম্মদ আলী, আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও ব্যারিস্টার কায়সার কামাল।
আরও পড়ুন: পল্টনে এই মুহূর্তে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নেই: পুলিশ
এর আগে বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিএনপিকে রাজধানীর মিরপুরের কালশী মাঠে সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, বিএনপিকে সমাবেশ করতে হলে অবশ্যই ডিএমপি কমিশনার নির্ধারিত স্থানে সমাবেশ করতে হবে। বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে না। তারা বিকল্প মাঠ চেয়েছিল। আমরা সেটাও করেছি। মিরপুর কালসী মাঠে সমাবেশ করতে পারে। সেখানে পুলিশ তাদের সহায়তা করবে।
ঢাকা/এসএ