০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

ডিএসইতে কারিগরি ত্রুটি: হার্ডলাইনে বিএসইসি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:২১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / ৪১৭৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান টেকনোলজি অফিসার (সিটিও) জিয়াউল করিমকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। দেশের প্রধান এই পুঁজিবাজারে বারবার যান্ত্রিক ত্রুটির ঘটনায় তাকে ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামীকাল মঙ্গলবার (১ নভেম্বর) থেকে এই ছুটি কার্যকর হবে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (৩১ অক্টোবর) সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৪৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত সপ্তাহে ডিএসইর যান্ত্রিক ত্রুটির প্রেক্ষিতে গঠিত বিএসইসির তদন্ত কমিটির তদন্ত শেষ না পওয়া পর্যন্ত জিয়াউল করিমকে ছুটিতে থাকতে হবে। তদন্ত রিপোর্ট জমা হলে তার প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেবে নিয়ন্ত্রক সংস্থা।

বিএসইসি থেকে জানানো হয়েছে, সম্প্রতি বিভিন্ন সময়ে ডিএসইর নিরবচ্ছিন্ন লেনদেন বাধাগ্রস্ত হয়। পূর্বেও বিভিন্ন কমিটি ডিএসইর আইটি কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তাই পুঁজিবাজারের উন্নয়নে এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কমিশন তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত সংক্রান্ত বিষয়গুলো সম্পূর্ণ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডিএসইর সিটিও-কে বাধ্যতামূলকভাবে ছুটিতে পাঠানো হল।

এদিকে, ডিএসইর পরিচালনা পর্ষদকে অবিলম্বে সমস্যা সমাধানে আইটি বিভাগকে দক্ষ মানবসম্পদ দিয়ে ঢেলে সাজানোসহ নতুন মানবসম্পদ নিয়োগের মাধ্যমে যুগোপযোগী আইটি ফাংশন গড়ে তুলতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন।

আরও পড়ন: সফটওয়্যার নয়, সার্কিট ব্রেকারে আটকে ছিলো ডিএসইর লেনদেন

প্রসঙ্গত, গত দুই বছরে একাধিক দফায় যান্ত্রিক ত্রুটির বলে পড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এই ত্রুটির কারণে কখনো লেনদেন বন্ধ থাকছে। কখনো শেয়ারের মূল্য সমন্বয়ে দেখা দিচ্ছে জটিলতা। স্টক এক্সচেঞ্জটির আইটি বিভাগের অদক্ষতা ও ব্যর্থতার কারণে বারবার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, এদিকে গত এক সপ্তাহে ডিএসইতে দুই কার্যদিবসে দীর্ঘ সময় লেনদেন বন্ধ থেকেছে। এর মধ্যে গত ২৫ অক্টোবর সবাল ১০ টা ৫৮ মিনিট থেকে বেলা ২ টা ১০ মিনিট বন্ধ লেনদেন বন্ধ ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে লেনদেন বন্ধ ছিল বলে ওই দিন ডিএসইর পক্ষ থেকে জানানো হয়। ওই ঘটনায় বিএসইসি ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিতে তদন্ত শেষে কমিশনের কাছে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ২০ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়।

আরও পড়ন: শর্তের বেড়াজালে সঞ্চয়পত্রে আগ্রহ হারাচ্ছেন বিনিয়োগকারীরা

গত সপ্তাহের ঘটনার রেশ কাটতে না কাটতেই রোববার ফের সমস্যায় পড়ে ডিএসই। এদিন ত্রুটির কারণে নির্ধারিত সময়ে (সকাল সকাল ৯টা) লেনদেন শুরু করা যায়নি এই বাজারে। এদিনও যান্ত্রিক ত্রুটির কারণেই ডিএসইতে লেনদেন বন্ধ ছিল বলে নানা সূত্রে জানা যায়। তবে ডিএসই কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে দাবি করে, যান্ত্রিক ত্রুটি নয়, অপারেশনস বিভাগের ভুলে নির্ধারিত সময়ে লেনদেন শুরু করা যায় নি। আইটি বিভাগের ব্যর্থতা আড়াল করতে ডিএসই এমন দাবি করেছে বলে সন্দেহ সংশ্লিষ্টদের।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম ডিএসইর সিটিও জিয়াউল করিমকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আজ কমিশন বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার পর কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

ডিএসইতে কারিগরি ত্রুটি: হার্ডলাইনে বিএসইসি

আপডেট: ০৯:২১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান টেকনোলজি অফিসার (সিটিও) জিয়াউল করিমকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। দেশের প্রধান এই পুঁজিবাজারে বারবার যান্ত্রিক ত্রুটির ঘটনায় তাকে ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামীকাল মঙ্গলবার (১ নভেম্বর) থেকে এই ছুটি কার্যকর হবে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (৩১ অক্টোবর) সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৪৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত সপ্তাহে ডিএসইর যান্ত্রিক ত্রুটির প্রেক্ষিতে গঠিত বিএসইসির তদন্ত কমিটির তদন্ত শেষ না পওয়া পর্যন্ত জিয়াউল করিমকে ছুটিতে থাকতে হবে। তদন্ত রিপোর্ট জমা হলে তার প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেবে নিয়ন্ত্রক সংস্থা।

বিএসইসি থেকে জানানো হয়েছে, সম্প্রতি বিভিন্ন সময়ে ডিএসইর নিরবচ্ছিন্ন লেনদেন বাধাগ্রস্ত হয়। পূর্বেও বিভিন্ন কমিটি ডিএসইর আইটি কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তাই পুঁজিবাজারের উন্নয়নে এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কমিশন তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত সংক্রান্ত বিষয়গুলো সম্পূর্ণ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডিএসইর সিটিও-কে বাধ্যতামূলকভাবে ছুটিতে পাঠানো হল।

এদিকে, ডিএসইর পরিচালনা পর্ষদকে অবিলম্বে সমস্যা সমাধানে আইটি বিভাগকে দক্ষ মানবসম্পদ দিয়ে ঢেলে সাজানোসহ নতুন মানবসম্পদ নিয়োগের মাধ্যমে যুগোপযোগী আইটি ফাংশন গড়ে তুলতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন।

আরও পড়ন: সফটওয়্যার নয়, সার্কিট ব্রেকারে আটকে ছিলো ডিএসইর লেনদেন

প্রসঙ্গত, গত দুই বছরে একাধিক দফায় যান্ত্রিক ত্রুটির বলে পড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এই ত্রুটির কারণে কখনো লেনদেন বন্ধ থাকছে। কখনো শেয়ারের মূল্য সমন্বয়ে দেখা দিচ্ছে জটিলতা। স্টক এক্সচেঞ্জটির আইটি বিভাগের অদক্ষতা ও ব্যর্থতার কারণে বারবার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, এদিকে গত এক সপ্তাহে ডিএসইতে দুই কার্যদিবসে দীর্ঘ সময় লেনদেন বন্ধ থেকেছে। এর মধ্যে গত ২৫ অক্টোবর সবাল ১০ টা ৫৮ মিনিট থেকে বেলা ২ টা ১০ মিনিট বন্ধ লেনদেন বন্ধ ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে লেনদেন বন্ধ ছিল বলে ওই দিন ডিএসইর পক্ষ থেকে জানানো হয়। ওই ঘটনায় বিএসইসি ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিতে তদন্ত শেষে কমিশনের কাছে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ২০ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়।

আরও পড়ন: শর্তের বেড়াজালে সঞ্চয়পত্রে আগ্রহ হারাচ্ছেন বিনিয়োগকারীরা

গত সপ্তাহের ঘটনার রেশ কাটতে না কাটতেই রোববার ফের সমস্যায় পড়ে ডিএসই। এদিন ত্রুটির কারণে নির্ধারিত সময়ে (সকাল সকাল ৯টা) লেনদেন শুরু করা যায়নি এই বাজারে। এদিনও যান্ত্রিক ত্রুটির কারণেই ডিএসইতে লেনদেন বন্ধ ছিল বলে নানা সূত্রে জানা যায়। তবে ডিএসই কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে দাবি করে, যান্ত্রিক ত্রুটি নয়, অপারেশনস বিভাগের ভুলে নির্ধারিত সময়ে লেনদেন শুরু করা যায় নি। আইটি বিভাগের ব্যর্থতা আড়াল করতে ডিএসই এমন দাবি করেছে বলে সন্দেহ সংশ্লিষ্টদের।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম ডিএসইর সিটিও জিয়াউল করিমকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আজ কমিশন বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার পর কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা/এসএ