ডিএসই’র গড় লেনদেন বেড়েছ ১৪৪ শতাংশ

- আপডেট: ১০:৫৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১০৩৯১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে (২১ থেকে ২৫ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন বেড়েছ ১৪৪.২৬ শতাংশ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার ২৪০ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৫ লাখ ৮ হাজার ১০৯ কোটি টাকা। অর্থাৎ গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ১৩১ কোটি টাকা।
গত সপ্তাহে ডিএসইতে ৫ কর্মদিবস লেনদেন হয়েছে। আগের সপ্তাহে মাত্র ৩ কর্মদিবস লেনদেন হয়েছিল। এই হিসাবে ডিএসইতে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। ১ হাজার ৩৮৬ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার টাকা। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৯৪৬ কোটি ২৩ লাখ ৬১ হাজার টাকা।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ হাজার ৯৩৩ কোটি ৯৩ লাখ ৪২ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৩৮ কোটি ৭০ লাখ ৮৪ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪ হাজার ৯৫ কোটি ২২ লাখ ৫৮ হাজার টাকার।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১১৩ দশমিক ৬৪ পয়েন্ট বা ১ দশমিক ৮২ শতাংশ বেড়ে ৬ হাজার ৩৫৫ পয়েন্টে অবস্থান করছে। আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৪৭ দশমিক ৩০ পয়েন্ট বা ২ দশমিক ১৩ শতাংশ বেড়ে ২ হাজার ২৬৭ পয়েন্টে উঠেছে।অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৪.৩৩ পয়েন্ট বা ১ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে।
ডিএসইতে গত সপ্তাহে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৯১টির, কমেছে ১১৪টির। আর ৮৪টির দাম ছিল অপরিবর্তিত।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ১ দশমিক ৪৯ শতাংশ বেড়ে প্রায় ১৮ হাজার ৬৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ১৮ হাজার ৩৭০ পয়েন্টে। সিএসসিএক্স সূচকটি গত সপ্তাহ শেষে ১ দশমিক ৫১ শতাংশ বেড়ে ১১ হাজার ১৭২ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহ শেষে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ৬ পয়েন্টে। সিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছে ১৬৮ কোটি ৪৩ লাখ টাকা। আগের সপ্তাহের তিন কার্যদিবসে যেখানে লেনদেন হয়েছিল ৫৮ কোটি ৬৩ লাখ টাকা। আলোচ্য সময়ে সিএসইতে লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১০৩টির, অপরিবর্তিত রয়েছে ৮৩টির।
আরও পড়ুন: ডিএসই’র পিই রেশিও বেড়েছে।
ঢাকা/টিএ