০৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

ডিএসই’র নবনিযুক্ত এমডির কাছে বিনিয়োগকারীদের একগুচ্ছ প্রস্তাব!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:২৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • / ১০৩২৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের শেয়ারবাজারের উন্নয়নসহ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও আস্থা বাড়াতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে ৯টি দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। বুধবার (১১ আগস্ট) ডিএসই’র নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূঁইয়ার সঙ্গে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাতে এ দাবি জানানো হয়।

এসময় বিনিয়োগকারীদের সংগঠনটির সভাপতি একএম মিজানুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন শামীমসহ আরো বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে পেশ করা দাবিগুলো হলো- ডিএসইর সফটওয়্যারের সমস্যা দূরীকরণ। মনিটরিং ব্যাবস্থা আরও জোরদারকরণ, অনলাইন ট্রেডিং সিস্টেমকে আরো আধুনিকরণ, ওয়েবসাইটে কোম্পানির সকল তথ্য হালনাগাদকরণ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) থেকে শেয়ার বিক্রি তথ্য যথাসময়ে বিনিয়োগকারী সরবরাহকরণ, শেয়ারবাজারে কারসাজি রোধে সার্ভিল্যান্স সিস্টেমকে আরও শক্তিশালীকরণ, কারসাজি রোধে প্রতি মাসে শেয়ার ধারণের তথ্য নির্ভুলভাবে ওয়েবসাইটে হালানাগদকরণ এবং অনলাইনের মাধ্যমে টাকা তোলা ও জমা দেওয়ার ব্যবস্থা করা।

এ বিষয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘ডিএসই’র নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়ার সঙ্গে আমরা আজ সৌজন্য সাক্ষাত করেছি। এ সাক্ষাতে আমরা শেয়ারবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ৯টি দাবি পেশ করেছি।

ওইসব দাবির পরিপ্রেক্ষিতে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া আমাদেরকে জানান, সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে পুঁজিবাজার উন্নয়ন ঘটানো হবে। এ জন্য ডিএসই’র আইটি বিভাগের উন্নয়ন সাধন করা হবে। এতে শেয়ারবাজারের কারসাজি অনেকটা দূর করা সম্ভব হবে। একইসঙ্গে ট্রেডিং সিস্টেমে বিনিয়োগকারীদের যেসব অভিযোগ রয়েছে, তা ভবিষ্যতে আর থাকবে না।’

ঢাকা/এসআর

শেয়ার করুন

x

ডিএসই’র নবনিযুক্ত এমডির কাছে বিনিয়োগকারীদের একগুচ্ছ প্রস্তাব!

আপডেট: ০১:২৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের শেয়ারবাজারের উন্নয়নসহ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও আস্থা বাড়াতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে ৯টি দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। বুধবার (১১ আগস্ট) ডিএসই’র নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূঁইয়ার সঙ্গে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাতে এ দাবি জানানো হয়।

এসময় বিনিয়োগকারীদের সংগঠনটির সভাপতি একএম মিজানুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন শামীমসহ আরো বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে পেশ করা দাবিগুলো হলো- ডিএসইর সফটওয়্যারের সমস্যা দূরীকরণ। মনিটরিং ব্যাবস্থা আরও জোরদারকরণ, অনলাইন ট্রেডিং সিস্টেমকে আরো আধুনিকরণ, ওয়েবসাইটে কোম্পানির সকল তথ্য হালনাগাদকরণ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) থেকে শেয়ার বিক্রি তথ্য যথাসময়ে বিনিয়োগকারী সরবরাহকরণ, শেয়ারবাজারে কারসাজি রোধে সার্ভিল্যান্স সিস্টেমকে আরও শক্তিশালীকরণ, কারসাজি রোধে প্রতি মাসে শেয়ার ধারণের তথ্য নির্ভুলভাবে ওয়েবসাইটে হালানাগদকরণ এবং অনলাইনের মাধ্যমে টাকা তোলা ও জমা দেওয়ার ব্যবস্থা করা।

এ বিষয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘ডিএসই’র নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়ার সঙ্গে আমরা আজ সৌজন্য সাক্ষাত করেছি। এ সাক্ষাতে আমরা শেয়ারবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ৯টি দাবি পেশ করেছি।

ওইসব দাবির পরিপ্রেক্ষিতে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া আমাদেরকে জানান, সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে পুঁজিবাজার উন্নয়ন ঘটানো হবে। এ জন্য ডিএসই’র আইটি বিভাগের উন্নয়ন সাধন করা হবে। এতে শেয়ারবাজারের কারসাজি অনেকটা দূর করা সম্ভব হবে। একইসঙ্গে ট্রেডিং সিস্টেমে বিনিয়োগকারীদের যেসব অভিযোগ রয়েছে, তা ভবিষ্যতে আর থাকবে না।’

ঢাকা/এসআর