ডিএসই’র পিই রেশিও কমেছে তিন শতাংশ

- আপডেট: ১০:২২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
- / ১০৪৫২ বার দেখা হয়েছে
সদ্য সমাপ্ত সপ্তাহে (০৩ থেকে ০৭ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ৩ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১২.৯৮ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১২.৫৯ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.৩৯ পয়েন্ট বা ৩ শতাংশ কমেছে।
আরও পড়ুন: পাঁচ বছর পর পিপলস লিজিংয়ের লেনদেন শুরু রোববার
এর আগের সপ্তাহের শুরুতে (২৫ থেকে ২৯ ফেব্রুয়ারি) ডিএসইর পিই রেশিও ছিল ১২.৫০ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১২.৯৮ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.৪৮ পয়েন্ট বা ৩.৮৪ শতাংশ বেড়েছে।
ঢাকা/টিএ