ডিএসইর বাজার মূলধন কমেছে সাড়ে ৬ হাজার কোটি টাকা

- আপডেট: ১০:৫৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / ১০৩৩৪ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৯ মার্চ থেকে ১৩ মার্চ) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। তবে সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৬ হাজার ৫৭৭ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সমাপ্ত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৫ হাজার ৫৭০ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৮২ হাজার ১৪৭ কোটি টাকা। সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৬ হাজার ৫৭৭ কোটি টাকা বা ০ দশমিক ৯৬ শতাংশ।
বিদায়ী সপ্তাহে বেড়েছে ডিএসইর সব কয়টি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ২১ দশমিক ৬৫ পয়েন্ট বা ০ দশমিক ৪২ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ১১ দশমিক ৮৮ পয়েন্ট বা ০ দশমিক ৬৩ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৪ দশমিক ৩৯ পয়েন্ট বা ০ দশমিক ৩৮ শতাংশ।
সূচকের উত্থানের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯৫৪ কোটি ৬৮ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৮১৩ কোটি ৪৯ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১৪১ কোটি ১৯ লাখ টাকা।
আরও পড়ুন: অর্থনীতির উন্নয়নে পুঁজিবাজারকে এগিয়ে নিতে হবে: বিএসইসি চেয়ারম্যান
প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ২৮ কোটি ২৩ লাখ টাকা বা ৭ দশমিক ৭৮ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৯০ কোটি ৯৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৬২ কোটি ৭০ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭৬টি কোম্পানির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের দাম।
ঢাকা/এসএইচ