০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

ডিএসই’র বাজার মূলধন বেড়েছে দুই হাজার কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:২৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • / ৪২২০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সদ্য সমাপ্ত সপ্তাহে (২৪-২৭ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বিদায়ী সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকার বেশি। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে ১০৩.৩০ শতাংশ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সপ্তাহের প্রথম কর্মদিবসে সোমবার লেনদেনের শুরুতে ডিএসইর মূলধন ছিল ৭ লাখ ৬৩ হাজার ৮৮৮ কোটি ৯৭ লাখ ৯৯ হাজার ২৬ টাকা। আর শেষ দিন বৃহস্পতিবার লেনদেন শেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৬ হাজার ৫৭ কোটি ৬৯ লাখ ৫৯ হাজার ২১৪ টাকা। অর্থাৎ টাকার অংকে পুঁজি বেড়েছে ২ হাজার ১৬৮ কোটি ৭১ লাখ ৬০ হাজার ১৮৮ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ৯৯৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৭৫ কোটি ৩ লাখ ৬৭ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৫২৩ কোটি ৬৭ লাখ ১১ হাজার টাকার বা ১০৩.৩০ শতাংশ লেনদেন বেড়েছে।

আরও পড়ুন: বিকালে আসছে ৩৩ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস

গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিক হোটেলের শেয়ার। এরপর যথাক্রমে লেনদেন হয়েছে- ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার, জেনেক্স ইনফোসিস, রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এপেক্স ফুটওয়্যার, আমরা নেটওয়ার্কস, জেমিনি সি ফুড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে দশমিক ৭৩ শতাংশ বা ৪৫ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩.৫০ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ৩৩টির। আর ২৩৮টির দাম ছিল অপরিবর্তিত।

দেশের অপর পুঁজিবাজার সিএসইতে লেনদেনেও প্রায় একই চিত্র ছিল। বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক ১১৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৩২ কোটি ৬৩ লাখ ৯১ হাজার ৭৫৬ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২২ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার ৭৯৩ টাকা।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ৩১টির আর অপরিবর্তিত রয়েছে ১২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫০ হাজার ৫৫১ কোটি ৯১ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৪৮ হাজার ৫৫৪ কোটি ১১ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯৯৭ কোটি ৮০ লাখ টাকা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x

ডিএসই’র বাজার মূলধন বেড়েছে দুই হাজার কোটি টাকা

আপডেট: ০১:২৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

সদ্য সমাপ্ত সপ্তাহে (২৪-২৭ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বিদায়ী সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকার বেশি। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে ১০৩.৩০ শতাংশ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সপ্তাহের প্রথম কর্মদিবসে সোমবার লেনদেনের শুরুতে ডিএসইর মূলধন ছিল ৭ লাখ ৬৩ হাজার ৮৮৮ কোটি ৯৭ লাখ ৯৯ হাজার ২৬ টাকা। আর শেষ দিন বৃহস্পতিবার লেনদেন শেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৬ হাজার ৫৭ কোটি ৬৯ লাখ ৫৯ হাজার ২১৪ টাকা। অর্থাৎ টাকার অংকে পুঁজি বেড়েছে ২ হাজার ১৬৮ কোটি ৭১ লাখ ৬০ হাজার ১৮৮ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ৯৯৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৭৫ কোটি ৩ লাখ ৬৭ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৫২৩ কোটি ৬৭ লাখ ১১ হাজার টাকার বা ১০৩.৩০ শতাংশ লেনদেন বেড়েছে।

আরও পড়ুন: বিকালে আসছে ৩৩ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস

গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিক হোটেলের শেয়ার। এরপর যথাক্রমে লেনদেন হয়েছে- ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার, জেনেক্স ইনফোসিস, রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এপেক্স ফুটওয়্যার, আমরা নেটওয়ার্কস, জেমিনি সি ফুড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে দশমিক ৭৩ শতাংশ বা ৪৫ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩.৫০ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ৩৩টির। আর ২৩৮টির দাম ছিল অপরিবর্তিত।

দেশের অপর পুঁজিবাজার সিএসইতে লেনদেনেও প্রায় একই চিত্র ছিল। বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক ১১৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৩২ কোটি ৬৩ লাখ ৯১ হাজার ৭৫৬ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২২ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার ৭৯৩ টাকা।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ৩১টির আর অপরিবর্তিত রয়েছে ১২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫০ হাজার ৫৫১ কোটি ৯১ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৪৮ হাজার ৫৫৪ কোটি ১১ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯৯৭ কোটি ৮০ লাখ টাকা।

ঢাকা/টিএ