০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

ডিএসই’র লেনদেন চালু, সময় বাড়লো ১ ঘন্টা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
  • / ১০৪৩১ বার দেখা হয়েছে

ফাইল ছবি

বিজনেস জার্নাল প্রতিবেদক: কারিগরি ত্রুটিতে ডিএসইর লেনদেন বন্ধের পর আবার চালু হয়েছে। সকাল  ১১টা ৯ মিনিট থেকে এ সমস্যা হবার পর থেকেই বন্ধ ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। 

‌ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা প‌রিচালক আব্দুল ম‌তিন পা‌টোয়া‌রি জানিয়েছেন , ম্যা‌চিং ই‌ঞ্জি‌নের ফিড ডাউন হ‌য়ে যাওয়ার কার‌ণে আজ সকাল ১১ টা ৯ মি‌নিট থে‌কে লেন‌দেন বন্ধ হ‌য়ে যায়। এরইম‌ধ্যে সমস্যা চি‌হ্নিত ক‌রে সমাধা‌নের উ‌দ্যোগ নেয়া হ‌য়ে‌ছে। সা‌ড়ে ১২ টার একটু আগে আবার লেন‌দেন চালু হয়েছে । আর যত সময় লেন‌দেন বন্ধ ছিল সে‌টি বাড়া‌নো হ‌বে। অর্থ্যাৎ আজ বেলা সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন চলবে। এ বিষ‌য়ে বিএসই‌সির অনু‌মোদন পাওয়া গে‌ছে ব‌লে জানান তি‌নি।

তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন স্বাভাবিক রয়েছে।

ঢাকা/এসআর

শেয়ার করুন

ডিএসই’র লেনদেন চালু, সময় বাড়লো ১ ঘন্টা

আপডেট: ০১:০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: কারিগরি ত্রুটিতে ডিএসইর লেনদেন বন্ধের পর আবার চালু হয়েছে। সকাল  ১১টা ৯ মিনিট থেকে এ সমস্যা হবার পর থেকেই বন্ধ ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। 

‌ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা প‌রিচালক আব্দুল ম‌তিন পা‌টোয়া‌রি জানিয়েছেন , ম্যা‌চিং ই‌ঞ্জি‌নের ফিড ডাউন হ‌য়ে যাওয়ার কার‌ণে আজ সকাল ১১ টা ৯ মি‌নিট থে‌কে লেন‌দেন বন্ধ হ‌য়ে যায়। এরইম‌ধ্যে সমস্যা চি‌হ্নিত ক‌রে সমাধা‌নের উ‌দ্যোগ নেয়া হ‌য়ে‌ছে। সা‌ড়ে ১২ টার একটু আগে আবার লেন‌দেন চালু হয়েছে । আর যত সময় লেন‌দেন বন্ধ ছিল সে‌টি বাড়া‌নো হ‌বে। অর্থ্যাৎ আজ বেলা সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন চলবে। এ বিষ‌য়ে বিএসই‌সির অনু‌মোদন পাওয়া গে‌ছে ব‌লে জানান তি‌নি।

তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন স্বাভাবিক রয়েছে।

ঢাকা/এসআর