ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলো সম্পাদকের জামিন

- আপডেট: ০৬:০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- / ১০৪০৭ বার দেখা হয়েছে
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। আজ বুধবার (১৬ আগষ্ট) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিক এই আদেশ দেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এ তথ্য নিশ্চিত করেছেন প্রথম আলোর সম্পাদকের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। তিনি বলেন, উচ্চ আদালত প্রথম আলো সম্পাদকের আগাম জামিন মঞ্জুর করার পর আদেশ অনুযায়ী তিনি গত ৩ মে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিননামা দাখিল করেন। শুনানি নিয়ে আদালত প্রথম আলো সম্পাদকের জামিন মঞ্জুর করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি তাপস কুমার পাল।
গত ২৯ মার্চ প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক)।
আরও পড়ুন: চিকিৎসককে হত্যার হুমকি জামায়াতের সন্ত্রাসী চিন্তার প্রতিফলন: স্বরাষ্ট্রমন্ত্রী
একই মামলায় গ্রেপ্তার হয়ে কয়েকদিন কারাগারে থাকার পর জামিন পান শামসুজ্জামান। এ মামলায় গত ২ এপ্রিল প্রথম আলো সম্পাদককে ছয় সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।
ঢাকা/টিএ