ডিভিডেন্ড ইস্যুতে সুহৃদের প্রতারণা: পরিচালকদের বিরুদ্ধে মামলা করবে বিএসইসি

- আপডেট: ০৯:২৪:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১০৩৮৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। কোম্পানিটি ২০১৯ সালে সামর্থ্য না থাকা সত্বেও ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো। কিন্তু ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদেরকে পরিশোধ করতে পারেনি কোম্পানিটি।
বিএসইসির তদন্তে উঠে আসে কোম্পানিটির পরিচালোনা পর্ষদ প্রতারণার উদ্দেশ্যে এমন ডিভিডেন্ড ঘোষণা করেছিলো। এই কর্মকান্ডে দায়ী সকলের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
রোববার (৩ অক্টোবর) বিএসইসির ৭৯৩ তম নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বর্তমানে কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে। তবুও কোম্পানিটির গত এক বছরে শেয়ার দর সর্বনিন্ম ১৩ টাকা থেকে সর্বোচ্চ ২৬ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। অর্থাৎ এক বছরে কোম্পানিটির শেয়ার দর বেড়ে দিগুণের বেশি হয়েছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ টাকা ৮০ পয়সায়।
ঢাকা/এসআর