০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানাল ডেসকো

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৩০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / ১০২১৭ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) শেয়ারহোল্ডারদের জন্য হতাশাজনক খবর দিয়েছে। ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

কোম্পানি সূত্রে জানা গেছে, বছরজুড়ে আয় কমে যাওয়ার পাশাপাশি ব্যয় বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি লোকসানের মুখে পড়ে। ফলে শেয়ারহোল্ডারদের মুনাফা দেওয়ার মতো সক্ষমতা আর থাকেনি।

আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, আলোচিত বছরে ডেসকো প্রতি শেয়ারে ৩ টাকা ১৫ পয়সা লোকসান করেছে। যদিও আগের বছর এই লোকসান ছিল ১২ টাকা ৭২ পয়সা। অর্থাৎ লোকসান কমলেও প্রতিষ্ঠানটি এখনো ঘুরে দাঁড়াতে পারেনি।

অন্যদিকে, কোম্পানিটির প্রতি শেয়ারে নগদ প্রবাহ (সিএফও) সামান্য বেড়ে ১৫ টাকা ৯৩ পয়সা হয়েছে, যা আগের বছর ছিল ১৫ টাকা ৪৯ পয়সা।

৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির প্রতি শেয়ারের নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৩৩ পয়সা। কোম্পানিটি জানিয়েছে, আগামী ১৭ জানুয়ারি সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানাল ডেসকো

আপডেট: ১০:৩০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) শেয়ারহোল্ডারদের জন্য হতাশাজনক খবর দিয়েছে। ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

কোম্পানি সূত্রে জানা গেছে, বছরজুড়ে আয় কমে যাওয়ার পাশাপাশি ব্যয় বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি লোকসানের মুখে পড়ে। ফলে শেয়ারহোল্ডারদের মুনাফা দেওয়ার মতো সক্ষমতা আর থাকেনি।

আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, আলোচিত বছরে ডেসকো প্রতি শেয়ারে ৩ টাকা ১৫ পয়সা লোকসান করেছে। যদিও আগের বছর এই লোকসান ছিল ১২ টাকা ৭২ পয়সা। অর্থাৎ লোকসান কমলেও প্রতিষ্ঠানটি এখনো ঘুরে দাঁড়াতে পারেনি।

অন্যদিকে, কোম্পানিটির প্রতি শেয়ারে নগদ প্রবাহ (সিএফও) সামান্য বেড়ে ১৫ টাকা ৯৩ পয়সা হয়েছে, যা আগের বছর ছিল ১৫ টাকা ৪৯ পয়সা।

৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির প্রতি শেয়ারের নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৩৩ পয়সা। কোম্পানিটি জানিয়েছে, আগামী ১৭ জানুয়ারি সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

ঢাকা/এসএইচ