০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ৭৮২ জন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / ১০১৯৫ বার দেখা হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১৫ জনে। আর শনাক্ত রোগী বেড়ে ৫০ হাজার ৬৮৯ জনে দাঁড়িয়েছে।

সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে বছরের শেষ দিকে এসেও ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড (৯ জন) হয়েছে রোববার (৫ অক্টোবর)। এ অবস্থায় জ্বর হলেই সবাইকে ডেঙ্গু পরীক্ষা করে চিকিৎসা নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান।

তিনি বলেন, ‘সকল জ্বরের রোগীকে জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করানো এবং ডেঙ্গু রোগ শনাক্ত হলে অনতিবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’

মঈনুল আহসান বলেন, একদিনে ডেঙ্গু রোগে ৯ জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পর্যালোচনায় দেখা যায় ৯ জনের মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তির দিনই মৃত্যুবরণ করেছেন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ৭৮২ জন

আপডেট: ০৪:৫৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১৫ জনে। আর শনাক্ত রোগী বেড়ে ৫০ হাজার ৬৮৯ জনে দাঁড়িয়েছে।

সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে বছরের শেষ দিকে এসেও ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড (৯ জন) হয়েছে রোববার (৫ অক্টোবর)। এ অবস্থায় জ্বর হলেই সবাইকে ডেঙ্গু পরীক্ষা করে চিকিৎসা নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান।

তিনি বলেন, ‘সকল জ্বরের রোগীকে জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করানো এবং ডেঙ্গু রোগ শনাক্ত হলে অনতিবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’

মঈনুল আহসান বলেন, একদিনে ডেঙ্গু রোগে ৯ জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পর্যালোচনায় দেখা যায় ৯ জনের মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তির দিনই মৃত্যুবরণ করেছেন।

ঢাকা/এসএইচ