ডেপুটি গভর্নর খুঁজতে সার্চ কমিটি পুনর্গঠন

- আপডেট: ০৬:০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / ১০৩৮০ বার দেখা হয়েছে
সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরীকে আহ্বায়ক করে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুঁজতে সার্চ কমিটি পুনর্গঠন করা হয়েছে। আজ সোমবার (১২ আগস্ট) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রজ্ঞাপন অনুযায়ী, সার্চ কমিটির আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ মুসলিম চৌধুরীকে। আর সদস্য সচিব করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব বদরে মুনির ফেরদৌসকে। কমিটিতে সদস্য করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধন অর্থনীতিবিদ ড. মোস্তফা কামাল মুজেরি ও বাংলাদেশ ব্যাংক বোর্ডের পরিচালক নজরুল হুদাকে।
এর আগে গতকাল রোববার গঠিত এ সার্চ কমিটিতে ছিলেন-পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, সাবেক অর্থ সচিব এবং সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুহাম্মদ মুসলিম চৌধুরী ও সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদা।
বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নরের চারটি পদেই নিয়োগ দেয় সরকার। সবশেষ গত ২৮ ফেব্রুয়ারি নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম এবং প্রধান অর্থনীতিবিদ মো. হাবিবুর রহমান ডেপুটি গভর্নরের দায়িত্ব পান।
গত ২ ফেব্রুয়ারি একেএম সাজিদুর রহমান এবং ২৩ ফেব্রুয়ারি আবু ফরাহ মোহাম্মদ নাসের অবসরে যাওয়ায় দুটি পদ শূন্য হয়। সেই দুটি পদে তারা নিয়োগ পানঅ বাকি দুই পদে ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন কাজী ছাইদুর রহমান ও নুরুন নাহার।
আরও পড়ুন: বিদেশি এক্সচেঞ্জ হাউজগুলোতে প্রবাসীদের ভিড়, বাড়ছে প্রবাসী আয়
তবে আজকে দুপুরে ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান, ডেপুটি গভর্নর-৩ খুরশিদ আলম পদত্যাগ করেছেন।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরদিনই অস্থিরতা শুরু হয় আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকে। গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং চার ডেপুটি গভর্নরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন কর্মকর্তারা।
চার ডেপুটি গভর্নরের পাশাপাশি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এবং পলিসি অ্যাডভাইজরের পদত্যাগের দাবি তোলেন বিক্ষোভে অংশ নেওয়া কর্মকর্তারা। ইতিমধ্যে বিএফআইইউ প্রধান ও পলিসি অ্যাডভাইজরও পদত্যাগ করেছেন।
গত শুক্রবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেয়। রোববার গভর্নর শূন্য ছিল কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে ২০১৯ সালেও একবার সার্চ কমিটি করা হয়েছিল। ডেপুটি গভর্নর নিয়োগের জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করা হয়েছিল।
ঢাকা/এসএইচ