০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪

ডোমিনিকান প্রজাতন্ত্রে হারিকেন ফিওনায় নিহত ২১

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৪৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • / ৪১৫৬ বার দেখা হয়েছে

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের রাষ্ট্র ডোমিনিকান প্রজাতন্ত্রে ভারি বৃষ্টিরপাতে অন্তত ২১ জন নিহত এবং হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে বলে  কর্মকর্তারা জানিয়েছেন। প্রবল বৃষ্টিতে রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি হাইওয়ে টানেলের প্রাচীর ধসে নয়জন নিহত হয়েছে। এ ছাড়া ১৩ হাজারের বেশি মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দেশটির ইমার্জেন্সি অপারেশন সেন্টার (সিওই) জানিয়েছে, বৃষ্টির কারণে বাড়িঘর প্লাবিত হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে এবং সেতু ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। ডোমিনিকান প্রেসিডেন্ট লুইস আবিনাদার এটিকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বৃষ্টিপাতের ঘটনা বলে অভিহিত করেছেন। ক্যারিবিয়ান দেশটি গত ৪৮ ঘণ্টা ধধে প্রবল ঝড়ের সম্মুখীন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও প্রকাশ পেয়েছে যাতে দেখা গেছে, রাস্তায় পানির স্রোত বয়ে যাচ্ছে এবং যানবাহন পানির মধ্যে ডুবে গেছে।

ঝড়ের পর দুই হাজার ৫০০ জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে এবং দুই হাজার ৬০০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় রবিবার বিকেল পর্যন্ত ৪৫ জায়গায় যোগাযোগ করা সম্ভব হয়নি। গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপের ফলে বৃষ্টিপাত সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন অংশে অব্যাহত থাকবে বলে মার্কিন দূতাবাস জানিয়েছে। দেশটির ৩২টি প্রদেশের অধিকাংশই লাল এবং হলুদ আবহাওয়া সতর্কতার অধীনে রয়েছে বলেও জানায় দূতাবাস।

আরো পড়ুন: গাজার এক স্কুলে ইসরাইলি হামলায় নিহত দুই শতাধিক

প্রেসিডেন্ট আবিনাদার বলেছেন, আমাদের তরুণদের নিরাপত্তার নিশ্চয়তা করার জন্য বুধবার পর্যন্ত ক্লাস স্থগিত করা হয়েছে। তিনি এক্স ( সাবেক টুইটার)-এ পোস্ট করে বলেছেন, প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত এবং জরুরি অবস্থাতে ক্ষতিগ্রস্ত সবার পাশে আছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন মার্কিন নাগরিক এবং তিনজন প্রতিবেশী হাইতির নাগরিক।

সূত্র; বিবিসি

ঢাকা/কেএ

শেয়ার করুন

x

ডোমিনিকান প্রজাতন্ত্রে হারিকেন ফিওনায় নিহত ২১

আপডেট: ০১:৪৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের রাষ্ট্র ডোমিনিকান প্রজাতন্ত্রে ভারি বৃষ্টিরপাতে অন্তত ২১ জন নিহত এবং হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে বলে  কর্মকর্তারা জানিয়েছেন। প্রবল বৃষ্টিতে রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি হাইওয়ে টানেলের প্রাচীর ধসে নয়জন নিহত হয়েছে। এ ছাড়া ১৩ হাজারের বেশি মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দেশটির ইমার্জেন্সি অপারেশন সেন্টার (সিওই) জানিয়েছে, বৃষ্টির কারণে বাড়িঘর প্লাবিত হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে এবং সেতু ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। ডোমিনিকান প্রেসিডেন্ট লুইস আবিনাদার এটিকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বৃষ্টিপাতের ঘটনা বলে অভিহিত করেছেন। ক্যারিবিয়ান দেশটি গত ৪৮ ঘণ্টা ধধে প্রবল ঝড়ের সম্মুখীন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও প্রকাশ পেয়েছে যাতে দেখা গেছে, রাস্তায় পানির স্রোত বয়ে যাচ্ছে এবং যানবাহন পানির মধ্যে ডুবে গেছে।

ঝড়ের পর দুই হাজার ৫০০ জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে এবং দুই হাজার ৬০০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় রবিবার বিকেল পর্যন্ত ৪৫ জায়গায় যোগাযোগ করা সম্ভব হয়নি। গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপের ফলে বৃষ্টিপাত সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন অংশে অব্যাহত থাকবে বলে মার্কিন দূতাবাস জানিয়েছে। দেশটির ৩২টি প্রদেশের অধিকাংশই লাল এবং হলুদ আবহাওয়া সতর্কতার অধীনে রয়েছে বলেও জানায় দূতাবাস।

আরো পড়ুন: গাজার এক স্কুলে ইসরাইলি হামলায় নিহত দুই শতাধিক

প্রেসিডেন্ট আবিনাদার বলেছেন, আমাদের তরুণদের নিরাপত্তার নিশ্চয়তা করার জন্য বুধবার পর্যন্ত ক্লাস স্থগিত করা হয়েছে। তিনি এক্স ( সাবেক টুইটার)-এ পোস্ট করে বলেছেন, প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত এবং জরুরি অবস্থাতে ক্ষতিগ্রস্ত সবার পাশে আছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন মার্কিন নাগরিক এবং তিনজন প্রতিবেশী হাইতির নাগরিক।

সূত্র; বিবিসি

ঢাকা/কেএ